Home> কলকাতা
Advertisement

আগের থেকে কিছুটা সুস্থ অভিষেক, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগের থেকে কিছুটা সুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল  রাতে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে এসে মমতা জানিয়েছেন, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে অভিষেকের। যদিও তাঁকে সর্বক্ষণের পর্যবেক্ষনেই রাখা হয়েছে। নেবুলাইজার দেওয়া রয়েছে। চিকিত্‍সকদের আন্তরিক প্রচেষ্টাকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগের থেকে কিছুটা সুস্থ অভিষেক, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক : আগের থেকে কিছুটা সুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল  রাতে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে এসে মমতা জানিয়েছেন, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে অভিষেকের। যদিও তাঁকে সর্বক্ষণের পর্যবেক্ষনেই রাখা হয়েছে। নেবুলাইজার দেওয়া রয়েছে। চিকিত্‍সকদের আন্তরিক প্রচেষ্টাকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

গত মঙ্গলবার বহরমপুর থেকে কলকাতা ফেরার পথে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি। এরপর থেকেই তিনি বেলভিউয়ে ভর্তি। হাসপাতালের ২১৭ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। অভিষেকের ম্যাক্সিলো ফেসিয়াল অপারেশন ১৪ দিনের মধ্যে করতে হবে। আজ প্রিয়মবদা বিড়লা আই হসপিটালের চিকিত্‍সক দল তাঁকে পরীক্ষা করে দেখবে। অপারেশনের দিনক্ষণ নিয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

Read More