জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্যুরো: যাদবপুরে এবার গেরুয়া তাণ্ডব! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে ঢুকে পড়ল বিজেপির ছাত্র সংগঠন। খুলে ফেলা হল SFI-র পতাকা, ব্যানার ফেস্টুন। রণক্ষেত্রের চেহারা নিল বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেল পুলিস।
আরও পড়ুন: Student Strike: 'চালিয়ে খেলো সবাই', যাদবপুরকাণ্ডের প্রতিবাদে SFI-র ধর্মঘটে রাজ্যজুড়ে অশান্তি!
যাদবপুর কাণ্ডে উত্তাল বঙ্গ রাজনীতি। শিক্ষামন্ত্রীর পদত্য়াগের দাবিতে পথে বামেরা। SFI-র ছাত্র ধর্মঘটে আজ, সোমবার দিনভর অশান্তি চলল গোটা রাজ্যে। আর সন্ধ্যা গড়াতেই SFI-ABVP-র বাকবিতণ্ডা, হাতাহাতিতে রণক্ষেত্রে চেহারা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর।
ঘড়িতে তখন সাড়ে ছয়টা। সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গোলপার্ক থেকে মিছিল করে যাদবপুরের ৮ বি বাসস্ট্যান্ডে এসে পৌঁছয় ABVP-র সদস্যরা। এরপর চার নম্বর গেট দিয়ে যখন ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন, তখন তাঁদের বাঁধা দেয় SFI সমর্থকরা। এরপর শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। শেষে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠনের সদস্য়রা। পরিস্থিতি সামাল দিতে গেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী, কিন্তু পারেননি। গেটের বাইরে SFI-র পতাকা, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেন এক ABVP সদস্য।
এদিকে যাদবপুরকাণ্ডে জল গড়াল হাইকোর্টে। পুলিসের অতিসক্রিয়তার অভিযোগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করলেন যাদবপুরের পড়ুয়াদেরই একাংশ। যাদবপুর কাণ্ডে এখনও পর্যন্ত ৭ FIR দায়ের করেছে পুলিস। মামলাকারীদের অভিযোগ, সেই FIR-র সূত্র ঘরে প্রত্যেক পড়ুয়া মেসে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তাঁদের হেনস্থা করা হচ্ছে। আগামীকাল, মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)