Home> কলকাতা
Advertisement

রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, নিহত পুরকর্মী

রাতের শহরে ফের পথ দুর্ঘটনা। মৃত্যু হল একজনের। এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাতের শহরে যান চলাচলের গতিতে নিয়ন্ত্রণ আনা নিয়ে প্রশ্নের মুখে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, নিহত পুরকর্মী

ওয়েব ডেস্ক : রাতের শহরে ফের পথ দুর্ঘটনা। মৃত্যু হল একজনের। এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাতের শহরে যান চলাচলের গতিতে নিয়ন্ত্রণ আনা নিয়ে প্রশ্নের মুখে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার, উবের গাড়ি মালিক

জানা গেছে, এজেসি বোস রোড ফ্লাইওভার মেরামতির কাজ চলার সময় বিপত্তিটি ঘটে। এক পুরকর্মীকে পিষে দিয়ে যায় বেপরোয়া গাড়িটি। নিহত নওয়াল কিশোর রায় ফ্লাইওভার মেরামতির কাজ করছিলেন।  নওয়াল কিশোরকে পেছন থেকে এসে ধাক্কা মারে পার্ক সার্কাসের দিক থেকে আসা গাড়িটি। গাড়িটিকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে সেটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Read More