Home> কলকাতা
Advertisement

ফের বিপত্তি এক্সপ্রেসওয়েতে

রেষারেসষির জেরে ফের বিপত্তি এক্সপ্রেসওয়েতে। দুর্ঘটনার কবলে পড়ল একটি লরি ও একটি ম্যাটাডোর। সকালে দ্বিতীয় হুগলি সেতু থেকে কোনা এক্সপ্রেসওয়েতে আসার সময়ে দুর্ঘটনাটি ঘটে।

ফের বিপত্তি এক্সপ্রেসওয়েতে

ওয়েব ডেস্ক: রেষারেসষির জেরে ফের বিপত্তি এক্সপ্রেসওয়েতে। দুর্ঘটনার কবলে পড়ল একটি লরি ও একটি ম্যাটাডোর। সকালে দ্বিতীয় হুগলি সেতু থেকে কোনা এক্সপ্রেসওয়েতে আসার সময়ে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি লরি এবং একটি ম্যাটাডোর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রেষারেষি করতে গিয়েই ঘটে এই বিপত্তি। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। গাড়ি উল্টে যাওয়ায় জখম হয়েছেন দুই গাড়ির চালকই। উলটে যাওয়ার পর দীর্ঘক্ষণ রাস্তা আটকে পড়ে ছিল ওই লরি এবং ম্যাটাডোর। ফলে সকাল থেকেই কোনা এক্সপ্রেসওয়েতে তৈরি হয় তীব্র যানজট । বিপাকে পড়েছেন নিতইয় যাত্রীরা।

Read More