জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি ২৪ ঘণ্টার খবরে জের। কসবায় লাথি বিতর্কে তদন্তকারী অফিসারের পদ থেকে অভিযুক্ত রিটন দাসকে সরিয়ে দিল লালবাজার। পুলিস সূত্রে খবর, ঘটনার সময়ে ডিউটি অফিসার ছিলেন রিটন। তাঁকে মামলা দায়ের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্ত করবেন অন্য অফিসার।
সুপ্রিম কোর্টের নির্দেশে রাতারাতি বেকার! চাকরি হারিয়ে পথে নেমেছেন শিক্ষকরা। বুধবার বুধবার চাকরিহারাদের বিক্ষোভে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কসবা ডিআই অফিস। বিক্ষোভকারীদের উপর পুলিস নির্বিচারে লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকী, চাকরিহারা শিক্ষককে লাথি মারতে দেখা গিয়েছে রিটন দাস নামে এক পুলিস আধিকারিককে। যে ঘটনায় এখন তোলপাড় গোটা রাজ্য।
কসবায় লাথি বিতর্কে দুটি মামলা দায়ের করেছে পুলিস। একটি স্বতঃপ্রণোদিত, আর একটি মামলা দায়ের করা হয়েছে ডিআইয়ের অভিযোগের ভিত্তিতে। ডিআইয়ের অভিযোগে ভিত্তিতে যে মামলাটি দায়ের করা হয়েছে, সেই মামলায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিযুক্ত পুলিস অফিসার রিটন দাসকে! এই খবর জি ২৪ ঘন্টায় সম্প্রচারিত হওয়ার পর টনক নড়ে লালবাজারে। সরিয়ে দেওয়া হয় রিটনকে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'যে যত পাপ কাজ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে তত পুরস্কার দেবে। ডবল ডবল চাকরি হবে'। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, চমক দেখিয়ে দাপট দেখিয়ে মাস্টারমশাইদের লাথি মারা। যার বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়নি। তাকে গ্রেফতার করা হয়নি, সাসপেন্ড করা হয়নি। পরে তাঁকে সরকার প্রোমোশন দিল। শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলার তদন্তে দায়িত্ব দিল লাথি মারা এই পুলিসের অফিসারকে। এরাই হচ্ছে সরকারের প্রাণভোমরা'।
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের পাল্টা দাবি, 'লাথি মারাটা যে অশোভনীয় বা লাথি মারাটাকে যে কেউ সমর্থন করেনি, এটা তো স্পষ্ট। দলগতভাবে আমরা সমর্থন করছি না, সরকারও সমর্থন করে না। মুখ্যমন্ত্রীও কোনওদিন পুলিসকে বলে দেয়নি, তুমি কাউকে লাথি মার। মুখ্যমন্ত্রী, সরকার এতকিছু বলার পরেও একদিনের মধ্যে এত বড় আন্দোলন! সেই আন্দোলনটাকে জঙ্গি কায়দায় কয়েকজন নিয়ে গেল উসকানি দিয়ে। দরজা ভাঙা থেকে শুরু করে পুলিসকে পেঠানো। পেট্রো নিয়ে জ্বালিয়ে দেওয়া বলা। এরপর যদি পুলিসকে সরকারি সম্পত্তি রক্ষা করতে হয়, পুলিসের কাছে আর কী উপায় ছিল! পুলিস সরকারি সম্পত্তি বাঁচাতে না পারলেও পুলিসের দোষ, পুলিস সরকার বাঁচাতে গেলেও পুলিসের দোষ, এই দ্বিচারিতা বিরোধীদের করা ঠিক নয়'।
আরও পড়ুন: Abdur Rejjak Molla: কাস্তে-হাতুড়ি থেকে ঘাসফুল-রাজনীতির বর্ণময় চরিত্র 'চাষার ব্যাটা' রেজ্জাক মোল্লা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)