নিজস্ব প্রতিবেদন: সব কিছু ঠিকঠাক থাকলে এবার থেকে দর্শকেরা চিড়িয়াখানায় গেলে বন্য়কুকুর দেখতে পাবেন। কেননা গত ডিসেম্বরেই সেখানে জন্ম নিয়েছে চারটি বন্যকুকুরের ছানা।
কেটে গিয়েছে দীর্ঘ পঞ্চাশটি বছর! চিড়িয়াখানায় ছিল না কোনও বন্য কুকুর। অনুপস্থিতির সুবর্ণজয়ন্তী। সেই শূন্যতার দিন পেরিয়ে অবশেষে আলিপুর চিড়িয়াখানায় গত বছরের শেষে জন্ম নিল এই চার ওয়াইল্ড ডগ।
আরও পড়ুন: টোপ ছিল ছাগলের, ধরাও পড়ল চিতাবাঘ
২২ ডিসেম্বর আলিপুর চিড়িয়াখানায় (alipore zoo) জন্ম নিয়েছিল চারটি বন্যকুকুরের (wild dog) ছানা। দু'টি ছানা মারা যায়। বাকি দু'টি ছানাকে তখন গুহা থেকে বের করে এনে পশু হাসপাতালে তাদের চিকিৎসা শুরু করা হয়। প্রথমে তাদের দুধ খাওয়ানো হয়। ক্রমশ ছানাদু'টির শারীরিক অবস্থার উন্নতি হয়। এখন তারা অনেকটাই সুস্থ। ছানাদু'টির একটি 'মেল', অন্যটি 'ফিমেল'।
#BreakingNews #zee24ghanta
— zee24ghanta (@Zee24Ghanta) March 13, 2021
৫০ বছর পর আলিপুর চিড়িয়াখানায় জন্ম নিল Wild Dogs pic.twitter.com/huWIPut7Do
মাসতিনেকের এই ছানাগুলিকে এখন প্রতিদিন ১৬০ গ্রাম করে চিকেন (chicken) দেওয়া হচ্ছে। খাওয়া-দাওয়া করে যত্ন-আত্তিতে বেশ ভালই আছে তারা। খেলে বেড়াচ্ছে। এখন তাদের ওজন (weight) দাঁড়িয়েছে ২ কেজি ২০০ গ্রাম করে।
আরও পড়ুন: ভয়ঙ্কর তিমির হাত থেকে পেঙ্গুইনকে বাঁচালেন পর্যটকেরাই