Home> কলকাতা
Advertisement

Air India: এয়ার ইন্ডিয়ায় ফের বিপত্তি! মাঝ আকাশেই... হাসপাতালে নিয়ে গেলে 'মৃত' যাত্রী...

Air India passenger died: তড়িঘড়ি ওই বিমানযাত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, ওই যাত্রীর মৃত্যু হয়েছে।

Air India: এয়ার ইন্ডিয়ায় ফের বিপত্তি! মাঝ আকাশেই... হাসপাতালে নিয়ে গেলে 'মৃত' যাত্রী...

অয়ন ঘোষাল: 'শনির দশা' যেন কাটছে না এয়ার ইন্ডিয়ার (Air India)! একের পর এক বিপত্তি। আমদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই যেন শুরু হয়েছে ঘোর সংকটকাল! এবার এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা।

কানাডা থেকে ভায়া কলকাতা (Kolkata Airport) হয়ে দিল্লি যাচ্ছিল AI 186 উড়ানটি। বিমানটি যখন কনাডা থেকে কলকাতা এসে পৌঁছয়, তখন উড়ানে জ্বালানি ভরার আগের মুহূর্তে এক মহিলা যাত্রী হঠাৎ অসুস্থবোধ করার কথা জানান। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান যে, ওই যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বিমানটি কলকাতায় অবতরণ করে। এই ঘটনার পর, ৩৩১ জন যাত্রী নিয়ে বিমানটি আবার দিল্লির উদ্দেশে উড়ে যায়। বিমানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী।

প্রসঙ্গত কদিন আগে, এয়ার ইন্ডিয়া উড়ানের একটি ঘটনা সামনে আসে, যেখানে মাঝ আকাশে বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন গুরুতর অসুস্থ হয়ে পড়েন একের পর এক যাত্রী। বিমান ল্যান্ড করতেই তড়িঘড়ি মেডিক্যাল টিম ডাকা হয়। সোমবার লন্ডন থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ৬ জন কেবিন ক্রু-সহ কমপক্ষে ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রত্যেকরই মাথা ঘোরার সঙ্গে বমির উপসর্গ দেখা যায়। সেই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, খাদ্যে বিষক্রিয়ার ফলেই হয়তো এই ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: ভয়াবহ আমদাবাদ বিমান দুর্ঘটনা, শেষ সময়ে বিমানসেবিকা রোশনির অসীম সাহসিকতা! যাত্রীদের বাঁচাতে তিনি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More