ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটকাণ্ডে, এবার প্রকাশ্যেই সাসপেন্ড হওয়া পাইলটদের পাশে দাঁড়াল এয়ার ইন্ডিয়া। কার্যত চ্যালেঞ্জ জানানো হল তাঁদের সাসপেনশনের সিদ্ধান্তকে। দুই পাইলটের সাসপেনশন তুলে নিতেও অনুরোধ জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
আরও পড়ুন- DGCA-র তদন্তে ফাঁস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের আসল সত্যি!
বিমান সংস্থার বক্তব্য, জ্বালানি শেষ হয়ে আসছে এমন কথা ATC-কে কখনই জানাননি পাইলট। সেদিন আগরতলা-কলকাতা রুটের ওই বিমানের পাইলট ছিলেন জয়দীপ ব্যানার্জি। তাঁর কাছে, ইন্ডিগোর বিমানটিকে আগে নামার সুযোগ করে দিতে বলে ATC। ক্যাপ্টেন তখন জানতে চান, ইন্ডিগোর জ্বালানি কি ফুরিয়ে আসছে? এ প্রশ্নে, ATC-র জবাব ছিল, না। এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন তখন পরপর বিমান নামানোর কথা বলেন। ফলে পাইলটের এক্ষেত্রে কোনও দোষ ছিলনা।DGCA-র কাছে দাবি এয়ার ইন্ডিয়ার।