Home> কলকাতা
Advertisement

কেডি সিংয়ের কোম্পানি অ্যালকেমিস্টের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতের কাছে আর্জি

কেডি সিংয়ের কোম্পানি অ্যালকেমিস্টের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতের কাছে আর্জি জানাল রাজ্য পুলিসের ইকনমিক অফেন্স উইং। কেডি সিংয়ের সংস্থার কোথায় কত সম্পত্তি রয়েছে তা নিয়ে ইতিমধ্যে খোঁজ খবর শুরু হয়ে গিয়েছে। সেই তালিকা পুরো তৈরির পর তা বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। পরিকল্পনা রয়েছে এমনটাই।

কেডি সিংয়ের কোম্পানি অ্যালকেমিস্টের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতের কাছে আর্জি

ওয়েব ডেস্ক: কেডি সিংয়ের কোম্পানি অ্যালকেমিস্টের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতের কাছে আর্জি জানাল রাজ্য পুলিসের ইকনমিক অফেন্স উইং। কেডি সিংয়ের সংস্থার কোথায় কত সম্পত্তি রয়েছে তা নিয়ে ইতিমধ্যে খোঁজ খবর শুরু হয়ে গিয়েছে। সেই তালিকা পুরো তৈরির পর তা বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। পরিকল্পনা রয়েছে এমনটাই।

আরও পড়ুন বাড়িতে নয়, রক্ত প্যাথলজিক্যাল ল্যাবে গিয়ে দেওয়াই ভাল

পাশাপাশি, কেডি সিংকে কলকাতা পুলিস খুব শিগগিরি তলব করতে পারে বলে সূত্রের খবর। এরআগে শুক্রবারই অ্যালকেমিস্ট সহ আরও ৭টি বেআইনি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে নতুন আইনে মামলা দায়ের করেছে ইকনমিক অফেন্স উইং।

আরও পড়ুন  মেরে মহিলার হাত ভেঙে দিল প্রোমোটার ও তার শাগরেদ

Read More