Home> কলকাতা
Advertisement

ব্যাঙ্কের গেট এলাকার নিয়ন্ত্রণের অভিযোগ স্থানীয় যুবকদের বিরুদ্ধে

সমস্যাটা শুরু হয়েছিল গতকাল থেকে। আজ সকাল থেকে কমার বদলে তা আরও একটু বেড়েই গেল বরং। কার্যত এককই ছবি ধরা পড়ল শহর থেকে শহততলিতে। কিছু কিছু জায়গায় পরিস্থিতি এতটাই খরাপ যে গ্রাহকদের সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে ব্যাঙ্ক কর্মীরে।

ব্যাঙ্কের গেট এলাকার নিয়ন্ত্রণের অভিযোগ স্থানীয় যুবকদের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক : সমস্যাটা শুরু হয়েছিল গতকাল থেকে। আজ সকাল থেকে কমার বদলে তা আরও একটু বেড়েই গেল বরং। কার্যত এককই ছবি ধরা পড়ল শহর থেকে শহততলিতে। কিছু কিছু জায়গায় পরিস্থিতি এতটাই খরাপ যে গ্রাহকদের সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে ব্যাঙ্ক কর্মীরে।

আরও পড়ুন- আজ চালু হয়নি সব ATM, ব্যাঙ্কের হাতে পৌছয়নি ৫০০ টাকার নতুন নোট

টোডি ম্যানসনের সামনের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় অশান্তি। সকাল থেকে দীর্ঘ লাইন গ্রাহকদের। চলছে বিক্ষোভ। অভিযোগ, ব্যাঙ্কের মূল গেট নিয়ন্ত্রণ করছে স্থানীয় কিছু ব্যক্তি । তারাই তাদের পছন্দের গ্রাহককে এটিএমে ঢোকাচ্ছে। তা নিয়ে গন্ডগোল বাধে গ্রাহকদের সঙ্গে। পরে পুলিসের হস্তক্ষেপে গন্ডগোল মিটে যায়।

Read More