Home> কলকাতা
Advertisement

Jadavpur university Incident: যাদবপুরকাণ্ডে পুলিসের জালে প্রাক্তনী, দায়ের আরও ২ FIR...

  মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, অফিসে অগ্নিসংযোগ! যাদবপুরকাণ্ড একজনকে গ্রেফতার পুলিস। দায়ের করা হল আরও দু'টো FIR-ও। গতকাল, শনিবার রাত পর্যন্ত ৫ FIR দায়ের করা হয়েছিল। সঙ্গে এবার জুড়ে গেল আরও ২। ফলে FIR-র সংখ্যা বেড়ে হল ৭।

 Jadavpur university Incident: যাদবপুরকাণ্ডে পুলিসের জালে প্রাক্তনী, দায়ের আরও ২ FIR...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, অফিসে অগ্নিসংযোগ! যাদবপুরকাণ্ড একজনকে গ্রেফতার পুলিস। দায়ের করা হল আরও দু'টো FIR-ও। গতকাল, শনিবার রাত পর্যন্ত ৫ FIR দায়ের করা হয়েছিল। সঙ্গে এবার জুড়ে গেল আরও ২। ফলে FIR-র সংখ্যা বেড়ে হল ৭।

আরও পড়ুন:  Madhyamik Examination: ভোটের জটে মাধ্যমিক! এবার বদল হচ্ছে টেস্ট পরীক্ষার সময়সূচি?

পুলিস সূত্রে খবর, ধৃতের নাম  মহম্মদ শাহিল আলি। বাড়ি, বীরভূমে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিনি। এখন যাদবপুরেরই বিজয়গড়ে থাকেন শাহিল। পুলিসের দাবি, গতকাল শনিবার গন্ডগোলের সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিলেন এই প্রাক্তনী। এমনকী, শিক্ষাবন্ধু সমিতির অফিসে অগ্নি সংযোগের সময়ে দেখা দিয়েছে তাঁকে।

আরও পড়ুন:  Purulia Water Crisis: প্রতি গ্রীষ্মেই এক ছবি! জল নেই! 'জলকর যখন দিচ্ছি, জলকষ্ট কেন সহ্য করব?' ক্ষুব্ধ পুরুলিয়াবাসী...

এদিকে যাদবপুরকাণ্ডে একের এক পোস্ট আর পাল্টা সরগরম সোশ্যাল মিডিয়া। ফেসবুকে ছবি পোস্ট করে বামেদের কটাক্ষ করেছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এক্স হ্যান্ডেল কুণাল ঘোষ লিখেছেন, 'গাড়ির তলায় ভয়ঙ্করভাবে পিষে যাওয়ার X Ray রিপোর্টে কোনও ফ্র্যাকচার নেই। বিপ্লবী পোস্টদাতারা একটু রিপোর্টটা পোস্ট করবেন প্লিজ?? তা না করে শুধু 'আমি সোমা বলছি' র মডেলে মিথ্যাচারের নাটক কতক্ষণ চলবে'?

বাম-কংগ্রেসের অন্দরে আবার ভিন্নসুর! সোশ্য়াল মিডিয়ায় তৃণমূল নেতা, অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়ের উপর হামলার নিন্দা করে পোস্ট দেন সিপিআই নেতা সৈকত গিরি। বিতর্কে মুখে সেই পোস্ট অবশ্য মুছেও দেন তিনি। একই সুর কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্যও।

ঘটনাটি ঠিক কী? গতকাল, শনিবার তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বৈঠক ছিল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে। সেই বৈঠক শেষে যখন বেরোচ্ছিলেন, তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের সদস্য়রা। ওঠে 'গো ব্যাক' স্লোগান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, একসময়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চাকা খুলে নেন বিক্ষোভকারীরা! ভাঙচুর চলে গাড়িতে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More