Home> কলকাতা
Advertisement

করোনায় প্রাণ হারালেন আরও এক পুলিসকর্মী, মেডিকেলে মৃত্যু শিয়ালদহ ট্রাফিক গার্ডের

শনিবার কলকাতা মেডিকেল কলেজে মৃত্যু হয় শিয়ালদহ ট্রাফিক গার্ডে কর্মরত দিলীপ সর্দারের। 

করোনায় প্রাণ হারালেন আরও এক পুলিসকর্মী, মেডিকেলে মৃত্যু শিয়ালদহ ট্রাফিক গার্ডের

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হয়ে মৃত প্রথম কলকাতা পুলিসের স্মরণসভার দিনেই ফের করোনা আক্রান্ত হয়ে আরও এক পুলিস কর্মীর মৃত্যু। এই নিয়ে করোনা সংক্রমণে কলকাতা পুলিসের ২ কর্মীর মৃত্যু হল। শনিবার কলকাতা মেডিকেল কলেজে মৃত্যু হয় শিয়ালদহ ট্রাফিক গার্ডে কর্মরত দিলীপ সর্দারের। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কিডনিতেও সমস্যা ছিল। আজ একটি টুইটার বার্তার মাধ্যমে তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপ করেছে কলকাতা পুলিস। 

আরও পড়ুন: নৃশংস! ছিন্নভিন্ন ধর ও মুণ্ড, কুকুরের রক্তাক্ত দেহ উদ্ধার কলেজ স্কোয়ারে

উল্লেখ্য, এর আগে গত ৬ জুন শেক্সপিয়র সরণি থানায় কর্মরত এস ঝাঝার মৃত্যু হয় কোভিডে।  ৪৭ বছর বয়সী ঝাঝা ডিসি সাউথের দফতরে কর্মরত ছিলেন। ডেপুটেশনে গিয়েছিলেন শেক্সপিয়র সরণি থানায়। আজ এক লক্ষ টাকা দেওয়া হল এস ঝাঝার পরিবারকে। জানানো হয়েছে, সরকারি স্কিম অনুযায়ী, আরও ১০ লক্ষ টাকা দেওয়া হবে তাঁর পরিবারকে। আজই চেক তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে।

Read More