জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শান্তিনিকেতনে এক আলোচনায় সভায় আমন্ত্রিত অনুপম খের। সেই আমন্ত্রণকে ঘিরে যখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে, তখন মোদী ঘনিষ্ঠ অভিনেতা স্পষ্ট জানিয়ে দিলেন, ‘কোই মাই কা লাল আটকাতে পারবে না'।
বিশ্বভারতীতে জমি বিতর্ক মেটেনি এখনও। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যখন অর্মত্য সেনকে নিশানা করেছিলেন, তখন তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে গৈরুরিকরণের অভিযোগ তুলেছিল তৃণমূল। সেই শান্তিনিকেতনেই এবার যাচ্ছেন অনুপম খের। যিনি মোদী ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। কেন? আগামী ১৩ মার্চ বিশ্বভারতীর লিপিকা অডিটোরিয়ামে ৫৭তম ‘লেকচার সিরিজ’ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে বক্তৃতা করতে পারেন অনুপম।
এদিন কলকাতা জাদুঘরে একটি আলোচনা সভায় যোগ দেন অনুপম। সঙ্গে ‘কাশ্মীর ফাইলস্’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ওই ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা অনুপম। বিবেকের বিস্ফোরক মন্তব্য, 'বাংলার পরিস্থিতি ভয়ংকর। এরাজ্যে শয়ে শয়ে মিনি কাশ্মীর রয়েছে, আমি নিজে তার সাক্ষী'। সঙ্গে সতর্কবার্তা, 'বাংলা থেকে বিপজ্জনক ছবি উঠে আসছে। এখনই না রুখে দিলে বাংলা কাশ্মীর হতে বেশি সময় লাগবে না।