Home> কলকাতা
Advertisement

আসকারা

আসকারা
অরুণাভ রাহারায়

মনখারাপ একদম নয়। কথা দিচ্ছি
তোমার বেড়াল আমি খুঁজে দেব।

শুনিনি তোমার গান যতদিন আমি 
প্রেমেও পড়িনি ঠিক ওই ততদিন!

আমার জীবনে এক প্রেম এল রাতে!
চলে গেলে যোগাযোগ থেকে গেল তাই!

এভাবে আসবে যদি আগে জানতাম!
এভাবে আসবে কাছে যদি জানতাম...

কবিতা পড়ব আমি দেশপ্রিয় পার্কে!
কী লেখা পড়ি হে আজ? জিগ্যেস করতেই
তুমি হাতে এনে দিলে রাত্রির পাহাড়...

অনেক দিয়েছ জানি

সারাবেলা হেঁটে হেঁটে রাস্তায় রাস্তায়
লিখি আমি, আমি লিখি... চেহারা বেঠিক?

তোমাকে কী দিতে পারি বলো?
আসকারা দাও বলে
তোমার বেড়াল আমি খুঁজে দেব ঠিক।

আরও পড়ুন- ফিরে দেখা

Read More