Home> কলকাতা
Advertisement

BJP-র আসন ধরে রাখার প্রশ্নই নেই, TMC-তে যোগ দিয়েই জানালেন Babul

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে বাবুলের (Babul Supriyo)। 

BJP-র আসন ধরে রাখার প্রশ্নই নেই, TMC-তে যোগ দিয়েই জানালেন Babul

নিজস্ব প্রতিবেদন: আসানসোলের সাংসদ থাকবেন। তবে সক্রিয় রাজনীতিতে নেই। ২ মাস ঘোরার আগেই 'সন্ন্যাস' ভাঙলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। শনিবারের বারবেলায় আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে যোগ দিলেন তৃণমূলে (TMC)। ঘোষণা করলেন, আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। 

এ দিন সাংবাদিক বৈঠকে বাবুলকে (Babul Supriyo) প্রশ্ন করা হয়েছিল, আপনি কি বিজেপির সাংসদ থাকবেন? বাবুল জবাব দেন,'আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেব। আমি খুব একটা খারাপ কাজ করিনি। যখন তৃণমূলে যোগ দিয়েছি, বিজেপির আসন ধরে রাখার প্রশ্নই নেই। নীতি ও বিধি মেনেই চলব।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে তাঁর। সে কথাও জানিয়েছেন বাবুল (Babul Supriyo)। তিনি বলেন,'সোমবার দিদির সঙ্গে দেখা করছি। ওঁর সঙ্গে কথা হয়েছে। আমি মন থেকে রাজনীতি ছেড়েছিলাম। আর মন থেকে বাংলায় কাজের সুযোগ গ্রহণ করলাম। দিদি ও অভিষেক যা দায়িত্ব দেবেন পালন করব।'

আরও পড়ুন- CPM: ভোট শেষ, সংযুক্ত মোর্চাও শেষ, স্পষ্ট করলেন Yechury, একতরফা সিদ্ধান্ত: Adhir

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More