Home> কলকাতা
Advertisement

চতুর্থীতে বাঙালি- কেনাকাটা, প্যান্ডেল দর্শন দুটোই চলছে একসঙ্গে

প্রাণের উতসবের আনন্দ শুষে নেওয়ার প্রস্ততির শেষ ছুটির দিন।   শ্যামবাজার থেকে গড়িয়াহাট।   উপচে পড়ল ভিড়।   কেনাকাটার চাপে আজ হাঁসফাঁস অবস্থা মহানগরীর।

চতুর্থীতে বাঙালি- কেনাকাটা, প্যান্ডেল দর্শন দুটোই চলছে একসঙ্গে

ওয়েব ডেস্ক: প্রাণের উতসবের আনন্দ শুষে নেওয়ার প্রস্ততির শেষ ছুটির দিন।   শ্যামবাজার থেকে গড়িয়াহাট।   উপচে পড়ল ভিড়।   কেনাকাটার চাপে আজ হাঁসফাঁস অবস্থা মহানগরীর।

কাল বাদে পরশুই বোধন। দেবীবরণ।  এখনও বিস্তর কেনাকাটা বাকি রয়ে গেছে। রবিবার তাই মহানগরীতে জনপ্লাবন। বাজারমুখি যেন সকলেই। ভাদ্রমাসের চড়া রোদকে   উপেক্ষা করেই ভরদুপুরে রমরমিয়ে বিকিকিনি চলল শহরের বাজারগুলিতে।

গড়িয়াহাট, নিউমার্কেট, শ্যামবাজার, হাতিবাগান, সল্টলেক। সর্বত্রই শুধু প্রিয় জিনিসটিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ানো। অফিসের কাজে, নানা ঝামেলায় এখনও যাদের কেনাকাটা বাকি রয়ে গেছে , শেষ মুহূর্তে তাঁদের ব্যস্ততা তুঙ্গে।

শুধু তো পোশাক কিনলেই চলবে না। জেন ওয়াইয়ের চাই পোশাকের সঙ্গে ম্যাচিং অ্যাকসেসরিজ। তাই পোশাকের পাশাপাশি এদিন দেদার বিক্রি হয়েছ ব্যাগ, জুতো, বেল্ট, দুল, হার, প্রসাধনীও।

কতদিনের অপেক্ষা। এবার পুজোয় সাজাব যতনে। তাই সুদে আসলে পুষিয়ে নিতে হবে না শেষ রোববারটাকে!

 

Read More