ওয়েব ডেস্ক : সল্টলেকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল পরিচারক। সল্টলেকের এসি ১১৬ নম্বর বাড়িতে কয়েকদিন ধরেই বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটছিল। কিন্তু কেউই বুঝতে পারছিলেন না।
গতকাল বাড়ির মালিক দেখেন বাড়িরই পরিচারক টাকা চুরি করছে। বিধাননগর উত্তর থানায় খবর দিলে, পুলিস এসে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম সন্তোষ আগরওয়াল। ২১ দিন আগে ওই বাড়িতে কাজে যোগ দেয় সন্তোষ।
আরও পড়ুন, ভরদুপুরে নিউআলিপুরে বৃদ্ধাকে বেঁধে রেখে লুঠ