Home> কলকাতা
Advertisement

RG Kar: প্রাক্তন ওসি অভিজিতের সিমে-ই তথ্যপ্রমাণ লোপাটে বৃহত্তর ষড়যন্ত্রের সূত্র! সিবিআই রিপোর্টে হইচই...

BIG Update in RG Kar Case: তথ্যপ্রমাণ লোপাটে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে এই ঘটনায়। খুব শিগগির-ই সাপ্লিমেন্টারি চার্জশিট আনবে সিবিআই!

RG Kar:  প্রাক্তন ওসি অভিজিতের সিমে-ই তথ্যপ্রমাণ লোপাটে বৃহত্তর ষড়যন্ত্রের সূত্র! সিবিআই রিপোর্টে হইচই...

অয়ন শর্মা: আরজি কর মামলায় চাঞ্চল্যকর নয়া মোড়। সিবিআই-এর স্ট্যাটাস কো-রিপোর্টে তথ্য প্রমাণ লোপাটের আভাস। আগামী ১৭ মার্চ সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে প্রকাশ্যে এলো এই রিপোর্ট। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে শিয়ালদা আদালতে জমা পড়েছে এই রিপোর্ট।

রিপোর্টে উল্লেখ রয়েছে, মূলত ৩টি বিষয়। বলা হয়েছে, টালা থানার তৎকালীন ওসি তথা অভিজিৎ মন্ডলের সিম ফেরত দিলে, তথ্যপ্রমাণ লোপাট হতে পারে। সিবিআই-এর দাবি, প্রাক্তন ওসির সিম তদন্তের জন্য খুব-ই গুরুত্বপূর্ণ। তথ্যপ্রমাণ লোপাটে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে এই ঘটনায়। সিম ফিরিয়ে দিলে সিডিআর মেলাতে সমস্যা হতে পারে। খুব স্বাভাবিকভাবেণই সিবিআই-এর এই রিপোর্ট সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। কারণ সিবিআই রিপোর্টে স্পষ্ট উল্লেখ, টালা থানার প্রাক্তন ওসির সিমে 'রহস্যের চাবিকাঠি'রয়েছে! আরজি কর-কাণ্ডে যে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ হয়েছে, সেকথা বলছে সিবিআই রিপোর্ট।

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে স্থানীয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। কিন্তু যথাযথ প্রমাণ না মেলায় জামিন পেয়ে গিয়েছেন তাঁরা। যদিও অভিজিৎ মণ্ডলের বাজেয়াপ্ত সিম রয়ে গিয়েছে তদন্তকারীদের কাছেই। সেই সিম ফেরত চেয়েই আদালতের দ্বারস্থ হন টালা থানার প্রাক্তন ওসি। যার বিরোধিতা করে সিবিআই-এর এই স্ট্যাটাস কো-রিপোর্ট।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

ওদিকে নিম্ন আদালতের রায়ে আরজি কর ধর্ষণ-খুনকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সবপক্ষের তরফে ফাঁসির দাবি থাকলেও, তাকে যাবজ্জীবন সাজা শুনিয়েছে আদালত। যদিও সেই রায়ের বিরুদ্ধে জল গড়িয়েছে শীর্ষ আদালতে। উল্লেখ্য, এই মামলায় যে তথ্যপ্রমাণের আভাস স্ট্যাটাস রিপোর্টে দিয়েছে সিবিআই, সেই বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা খুব শিগগির-ই সাপ্লিমেন্টারি চার্জশিট আনবে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন, TMC Mega Meet Today | Mamata Banerjee: মেগা মিটে ভোটে রিগিংয়ের ভয়ংকর অভিযোগ মমতার! ভোটার লিস্ট নিয়ে কড়া নির্দেশ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More