জি ২৪ ঘণ্টা ডিজিটাল: গেরুয়া রোষে অমিতাভ বচ্চন! 'পেরেক দিয়ে মাথা আঘাত করলেন', বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের নিশানায় বিগ-বি। টুইট করলেন দলের আইটি সেলের আইটি সেলের প্রধান অমিত মালব্য।
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অমিতাভ বচ্চন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে সাতব্যাপী উৎসবের উদ্বোধন করলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে নিজেকে পরিচয় দিলেন বাংলার জামাই বলে। তাঁর মুখে শোনা গেল রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের কথা। বললেন, 'কলকাতা আমার বাড়ির মতো, আমি আপনাদের জামাইবাবু, জীবনভর জামাই থাকব। তিন বছর আসতে পারেনি, কষ্ট হয়েছে। আবার ডাকার জন্য মমতাদিদিকে ধন্যবাদ'। এমনকী, বাদ গেল না 'নাগরিক স্বাধীনতা' এবং 'মত প্রকাশের স্বাধীনতা'র মতো সংবেদনশীল বিষয়ও।
যিনি রাজনৈতিক বিতর্ক থেকে নিজেকে সর্বদা দূরে রাখেন, সেই অমিতাভ বচ্চন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন, ' আমি নিশ্চিত মঞ্চে উপস্থিত আমার সহকর্মীরা নাগরিক স্বাধীনতা এবং 'মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে প্রশ্ন উঠছে সেবিষয়ে একমত হবেন।' এরপর রাতে তাঁর মন্তব্যে বিরোধিতার সবর হলেন বিজেপি-র সর্বভারতীয় নেতারা।
He hit the nail on the head with @MamataOfficial on his side . Thank you @SrBachchan for standing for victims of political violence in West Bengal . https://t.co/Z0SqfHozjY
— B L Santhosh (@blsanthosh) December 15, 2022
Amitabh Bachchan’s words couldn’t have been more prophetic since they were spoken in Kolkata, with Mamata Banerjee on the dais. It is like holding a mirror to the tyrant, under whose watch India witnessed the bloodiest post poll violence.
— Amit Malviya (@amitmalviya) December 15, 2022
She has tarnished the image of Bengal… pic.twitter.com/X9XDGm7k4s
এদিন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই পালিত হয় অমিতাভ বচ্চনের ৮০ বছরের জন্মদিন। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি মনে করি, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত। এরকম আইকন আর পাবেন না। দীর্ঘদিন ধরে যেভাবে ফিল্মে কাজ করছেন, তিনি মানুষ হিসেবে খুব বড়। তাঁকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি'।