Home> কলকাতা
Advertisement

Dilip Ghosh in Digha Jagannath Temple: দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ! 'বয়সকালে মতিভ্রম'? ক্ষোভ বিজেপির অন্দরে...

Dilip Ghosh in Digha Jagannath Temple:  'একজন "ত্যাগী" থেকে কিভাবে "ভোগী" হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি Dilip babu।  বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন'।  ফেসবুক পোস্টে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

Dilip Ghosh in Digha Jagannath Temple: দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ! 'বয়সকালে মতিভ্রম'? ক্ষোভ বিজেপির অন্দরে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উদ্বোধনের দিনেই সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে। বিজেপির অন্দরে এবার আক্রমণের মুখে পড়লেন দিলীপ ঘোষ। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাফ জানিয়ে দিলেন, 'পার্টি অনুমোদন করে না'। শুভেন্দু অধিকারী নাম না করে বললেন, কারও ব্যক্তিগত বিষয়, তাঁর মন্তব্য়, কাজের ধরণ, প্রেম-প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন নিয়ে মন্তব্য করি না'।

আরও পড়ুন:  Kolkata Hotel Fire: লাইসেন্সের খাতায় নেই নাম-ই! 'অস্তিত্বহীন' ঋতুরাজ হোটেলের তদন্তে বড় তথ্য ফাঁস...

এদিকে দিলীপের দীঘার সফরে রীতিমতো বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ফেসবুকে তিনি লিখেছেন, 'একজন "ত্যাগী" থেকে কিভাবে "ভোগী" হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি Dilip babu।  বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন "আদর্শবান পুরুষ" হওয়া যায় তা চিন্তার বিষয়!  বাংলার বিজেপি র লজ্জা আপনি'।

জি ২৪ ঘণ্টাকে সৌমিত্র বলেন, 'দিলীপবাবু আজকে না গিয়ে, কালকে যেতে পারতেন।  যদি শ্রীকৃষ্ণের প্রতি এত দরদ উপচে পড়ছে! জগন্নাথ দর্শন করবেন, আগামীকাল যেতে পারতেন। যখন ত্যাগী থেকে ভোগী হয়ে যায় না, তখন ভোগী মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস এখন সরকারে আছে, যদি ওখানে দিয়ে কিছু ভোগ করতে পারি। এইজন্য়ই গিয়েছে, অন্য কোনও ব্যাপার নয়'।

সৌমিত্র নিজেও দু'বার দলবদল করেছেন। তাঁর কথায়, আমি দুটো দল বদলে বিজেপিতে এসেছিল। কংগ্রেসে ছিলাম, তৃণমূলে ছিলাম, বিজেপিতে এসেছি।
এটা (দিলীপের দিঘা সফর)প্রাথমিকভাবে এগিয়ে যাওয়া। নিশ্চিতভাবে জেনে রাখুন, যে কর্মীদের আঘাত করছে, সনাতনী হিন্দুদের আঘাত করছে, তার সঙ্গে মিষ্টি খাচ্ছি।  এটা হচ্ছে ওই দলের দিকে পা বাড়িয়ে আছেন। সময়ই দেখা যাবে'।

আরও পড়ুন:  Fire In Kolkata: বীভত্‍স! ঝলসে মৃত ১৫! যতুগৃহ কলকাতায় শেষ ছ'মাসে ১৩ আগুন...

তৃণমূল নেতা কুণাল ঘোষের পাল্টা কটাক্ষ, অসৌজন্যের রাজনীতি।  যাঁরা নিজেরাই নানা কর্মকাণ্ড করে বেড়ান বিজেপির মধ্যে, তাঁরা দিলীপ ঘোষকে সহ্য করতে পারেননি। বারবার তো তাঁকে অপমান করা হয়েছে। তিনি সস্ত্রীক মন্দির এসে পুজো দিয়েছেন। তারজন্য যদি আক্রমণ শুনতে হয়, তাহলে বুঝে নিন যাঁরা হিন্দু হিন্দু করে, কিন্তু কারা ভেজাল হিন্দু'। তাঁর দাবি,  'দিলীপবাবু আসল হিন্দু'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More