Home> কলকাতা
Advertisement

Dilip Ghosh: "দম থাকলে আমাকে গ্রেফতার করো, ভবানীপুরে গিয়ে চোরকে চোর বলব", দিলীপের চ্যালেঞ্জ

"আমি তো নাটক করিনি। রাজ্যপালকে 'ন্যাকা' বলে ডেকে, আবার তাঁর পায়ে পড়তে গিয়েছে। নির্লজ্জ, বেহায়ার দল। লজ্জা করে না।", তৃণমূলকে তুলোধনা দিলীপের

Dilip Ghosh:

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বংশ পরিচয় নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বিরুদ্ধে কাঁথি এবং ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে। সোচ্চার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। তবে স্বভাবসিদ্ধ ভাবে সমস্ত অভিযোগ ওড়ালেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। পাল্টা তোপ দাগলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে।   

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "পশ্চিমবঙ্গে যত আদালত রয়েছে সব জায়গায় কেস করেছে। যত থানা রয়েছে, সব জায়গায় এফআইআর করেছে। এর বেশি তৃণমূল কিছ্ছু করতে পারে না। মমতা বন্দ্য়োপাধ্যায় যা যা উল্টোপাল্টা বলেন, আমি সেটা বলেছি। আমি তো নাটক করিনি। রাজ্যপালকে 'ন্যাকা' বলে ডেকে, আবার তাঁর পায়ে পড়তে গিয়েছে। নির্লজ্জ, বেহায়ার দল। লজ্জা করে না। আমি তো রাস্তায় রয়েছি। পুলিস পাঠাও, দম থাকলে গ্রেফতার করো। নিকম্মার দল, কোনও দম নেই। চোরের দল, সব কটা চোর ডাকাত।"

এরপরেও থামেননি বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি আরও বলেন, "দিলীপ ঘোষের দম রয়েছে চোখে আঙুল দেওয়ার, তাই দিয়েছি। দরকার হলে চৌরাস্তায় দাঁড়িয়ে বলব। ভবানীপুরে গিয়ে বলব। চোরকে চোর বলব, ডাকাতকে ডাকাত বলব। দম থাকলে গ্রেফতার করুক, দেখবে বিজেপি কি জিনিস।"

পাল্টা দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজভবনে যায় তৃণমূল (TMC)। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির 'কঠিন সাজা'র দাবি জানান রাজ্যের শাসকদলের প্রতিনিধিরা। তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, "আমরা মর্মাহত। ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত সাংসদ, আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে নারীবিদ্বেষী মন্তব্য করেছেন এবং যেভাবে অপমান করেছেন, অবিলম্বে তার প্রতিকার হওয়া দরকার। দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। রাজ্যপালের কাছে ওর কঠিন সাজার দাবি করেছি।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More