Home> কলকাতা
Advertisement

JP Nadda: বাংলায় BJP-র বুথ শক্তিকরণ অভিযান; জুনেই রাজ্যে আসছেন নাড্ডা

নজরে ২০২৪-র লোকসভা ভোট। বুথস্তর থেকে দলের সংগঠনকে মজুবত করতে তৎপর গেরুয়াশিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব।

JP Nadda: বাংলায় BJP-র বুথ শক্তিকরণ অভিযান; জুনেই রাজ্যে আসছেন নাড্ডা

নিজস্ব প্রতিবেদন: অর্জুন সিংয়ের দলত্যাগের পর সংগঠনে জোর? বাংলায় বিজেপি নেতা-কর্মীদের 'চাঙ্গা' করতে আসরে জেপি নাড্ডা। জুন মাসে প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

গেরুয়াশিবির সূত্রে খবর, ২০২৪-এ লোকসভা ভোটের আগে একেবারে বুথস্তর থেকে সংগঠনকে মজবুত করতে তৎপর দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সাংগঠনিক শক্তির নিরিখে ইতিমধ্যেই দেশজুড়ে ৭৫ হাজার বুথকে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, বাংলা থেকেই শুরু হতে চলেছে বিজেপির বুথ শক্তিকরণ অভিযান। সেই অভিযানে অংশ নিতে রাজ্যে আসছেন খোদ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

আরও পড়ুন: Partha Chatterjee: দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CBI-র, প্রয়োজনে ফের তলব!

কী কী কর্মসূচি থাকছে? এখনও পর্যন্ত যা খবর, সবকিছু ঠিকঠাক থাকলে, ৭ কিংবা ৮ জুন রাজ্যে আসছেন নাড্ডা। ২ দিন থাকবেন তিনি। রাজ্যের যেসব বুথে বিজেপি-র শক্তি কমেছে বা কোনও নেতার দলত্যাগের কারণে সংগঠনে প্রভাব পড়েছে, সেইসব বুথে যাবেন। দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করবেন। কী কারণে সংগঠনিক শক্তি কমল, সে বিষয়ে অনুসন্ধান চালাবেন নাড্ডা।

এদিকে কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরে এখন গেরুয়াশিবিরের সংগঠনের দায়িত্বে শুভেন্দু অধিকারী। এর আগে, মে মাসে বাংলায় এসে দলের নেতা-কর্মীদের ভোকাল টনিক দিয়ে গিয়েছেন অমিত শাহ। সেই নির্দেশ মেনে কতটা কাজ করতে পারলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব, তাও খতিয়ে দেখবেন জেপি নাড্ডা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More