নিজস্ব প্রতিবেদন: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়কে (Mukul Roy) মনোনীত করার প্রতিবাদে বিধানসভার ৮ কমিটির চেয়ারম্যান পদ থেকে গণইস্তফা দিলেন বিজেপি বিধায়করা (BJP MLAs)। মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তাঁরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন,'রীতি অনুযায়ী বিরোধী দলের প্রতিনিধিকে পিএসি চেয়ারম্যান পদে চয়ন করা হয়। সেই নিয়ম মানা হয়নি। আমরা ঠিক করেছি কোনও কমিটির পদে থাকব না।'
সূত্রের খবর, বিজেপি বিধায়কদের এ দিন বিধানসভার অধ্যক্ষ বলেন,'কেন পদত্যাগ করছেন? মানুষের কাজ করার জন্য আপনাদের থাকা উচিত।' তখন বিজেপির বিধায়করা জানান, এটা পরিষদীয় দলের সিদ্ধান্ত। এরপর স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের নালিশ জানাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা যান রাজভবনে। এনিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ,'নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। এক্ষেত্রে রাজ্যপালের কিছু করার নেই। ছবি তুলতে যাচ্ছেন ওঁরা।'
শুক্রবার বিধানসভায় পিএসি চেয়ারম্য়ান হিসেবে মুকুল রায়কে (Mukul Roy) মনোনীত করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তীব্র প্রতিবাদ করে বিজেপি। অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন দলের বিধায়করা। এ দিন রাজভবন থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান,'আমাদের মতামত না নিয়ে ৮ জন বিধায়ককে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্য়ানের পদে বসিয়েছিলেন স্পিকার। বিজেপির পরিষদীয় দলের কাছ থেকে জানতে চাওয়া হয়নি। পিএসি চেয়ারম্যান নিয়ে রাজনীতিকরণের জন্য সেগুলি প্রত্যাখ্যান করেছি।'
আরও পড়ন- নিজেদের মধ্যে ঝগড়া করছেন কেন? মুকুলদা তো আপনাদের বিধায়ক, BJP-কে পরামর্শ Firhad-র