Home> কলকাতা
Advertisement

Dilip Ghosh: মমতার প্রশংসা করায় ক্ষুব্ধ নাড্ডা, তবে দিলীপ বলছেন, 'খুব গল্প হয়েছে'...

Dilip Ghosh J P Nadda: বঙ্গ বিজেপির শীর্ষনেতারা প্রায় সকলেই এখন দুর্গাপুরে। কিন্তু দিলীপ ঘোষ দিল্লিতে। দেখা করতে গিয়েছে জে পি নাড্ডার সঙ্গে, যদিও তা খুব একটা সুখকর হয়নি বলেই সূত্রের খবর। 

Dilip Ghosh: মমতার প্রশংসা করায় ক্ষুব্ধ নাড্ডা, তবে দিলীপ বলছেন, 'খুব গল্প হয়েছে'...

রাজীব চক্রবর্তী: দিলীপ ঘোষের (Dilip Ghosh) সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ দল। সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ দেওয়া হল দিলীপ ঘোষকে। বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষ তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করে বিপাকে দিলীপ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপের ওপরে যার পর নাই ক্ষুব্ধ, সেকথা জানিয়ে দেওয়া হল দিলীপকে। জে পি নাড্ডার (J P Nadda) সঙ্গে বৈঠক করতে তাঁর বাসভবনে পৌঁছন তিনি। কিন্তু ৫ মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন। জানা যায়, বাড়ি ছিলেন না বিজেপি সভাপতি। বিকেলে দেখা হবে তাঁর সঙ্গে।

আরও পড়ুন, SIR in Bengal: নজরে ছাব্বিশ, বিহারের ধাঁচেই এবার ভোটার তালিকা সংশোধন বাংলাতেও!

তবে বিকেলে বেরিয়ে এসে বিশেষ কিছু বলতে চাননি বিজেপি নেতা। ঘণ্টাখানেক দিলীপের সঙ্গে কথা হয় বিজেপি সভাপতির। বৈঠক শেষে বেরিয়ে যান দিলীপ ঘোষ। কিন্তু কোনও মন্তব্য করতে চাননি। শুধু বললেন, খুব গল্প হয়েছে। তবে সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ খুশি নন দিলীপের সাম্প্রতিক কাজকর্মে। নাড্ডার সঙ্গে কথোপকথন দিলীপের জন্য খুব একটা উর্বর হয়নি বলেই সূত্রের খবর। শোনা যাচ্ছে, ঘণ্টাখানেকের বৈঠকে দিলীপকে সমঝে দেওয়া হয়েছে তিনি যেভাবে বারবার সংবাদমাধ্যমে বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন, সেটা বরদাস্ত করা হবে না। সংবাদমাধ্যমে আরও সংযত থাকতে হবে।

মোদী যখন বাংলায়, ঠিক সেই সময়েই দিল্লি গেলেন দিলীপ ঘোষ। এর আগেও জে পি নাড্ডার সঙ্গে কথা বলতে চেয়ে সময় চেয়েছিলেন দিলীপ ঘোষ। শুক্রবার প্রধানমন্ত্রীর সভায় দিলীপের না থাকা নিয়ে এরমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড়। সাম্প্রতিক অতীতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে একের পর এক বিতর্ক দেখা দিয়েছে। মোদীর সভায় না থাকা নিয়ে দিলীপের বক্তব্য, 'আমরা কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ করেছিলাম। আমাকে পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায়ও না আমি যাই। অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাচ্ছি না।'

আরও পড়ুন, Dilip Ghosh: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল দিলীপের! দুর্গাপুরে মোদীর সভায়...নয়া জল্পনা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More