Home> কলকাতা
Advertisement

ক্ষুদিরামের মূর্তিতে আলকাতরা, BJP-র পার্টিঅফিস ভাঙচুরের অভিযোগ TMCর বিরুদ্ধে

ঘটনায় একজনকে আটক করেছে বরানগর থানার পুলিস। বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে এলাকায় অবস্থিত বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে আলকাতরা মাখিয়ে দিয়েছিল দুষ্ক়তীরা।

ক্ষুদিরামের মূর্তিতে আলকাতরা, BJP-র পার্টিঅফিস ভাঙচুরের অভিযোগ TMCর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: ভোটের মরসুমে রাজনৈতিক চাপানউতোর।  বরানগরে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের নপাড়ায়। ঘটনায় একজনকে আটক করেছে বরানগর থানার পুলিস। বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে এলাকায় অবস্থিত বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে আলকাতরা মাখিয়ে দিয়েছিল দুষ্ক়তীরা। তার পরেই এই ভাঙচুর বলে অভিযোগ।  

আরও পড়ুন:  রাকেশের বাড়ির পাশের CCTVতেই ক্লু? পামেলাকাণ্ডে পুলিসের রাডারে আরও ১ সন্দেহভাজন

ঘটনার প্রতিবাদে এদিন সকালে ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠন সেখানে প্রতিবাদ জানায়। তারপরই মূর্তি লাগোয়া বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির। সৈকত দত্ত নামে এক ব্যক্তিকে স্থানীয় বিজেপি কর্মীরা ধরে ফেলে পুলিসের হাতে তুলেও দেন।   স্থানীয় তৃণমূল নেতা অঞ্জন পাল পুরো অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তে নেমেছে বরানগর থানা।

Read More