ওয়েব ডেস্ক: হাওড়া ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় বাসে আগুন। জানা গিয়েছে, হাওড়ার দাশনগর থেকে ধর্মতলার দিকে আসছিল বাসটি। হাওড়া ব্রিজের উপর চলাকালীন, হঠাত্ই বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসে আগুন লেগে যাওয়ায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় বাসের মধ্যে। যাত্রীরা ভয় পেয়ে তাড়াতাড়ি করে বাস থেকে নেমে পড়েন। সঙ্গে সঙ্গে দমকল এসে পড়ায় কারও কোনও ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি এখনও পর্যন্ত।
এই ঘটনায় মুহূর্তের মধ্যে প্রবল যানজটের পরিস্থিতি তৈরি হয় হাওড়া ব্রিজে। আগুন নেভানোর পর বাসটিকে হাওড়া ব্রিজ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।