Home> কলকাতা
Advertisement

মহিলার পায়ের উপর দিয়ে চলে গেল বাসের চাকা, সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা

বাস থেকে নেমে রাস্তা পার হতে যাচ্ছিলেন ওই মহিলা।

মহিলার পায়ের উপর দিয়ে চলে গেল বাসের চাকা, সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদন : সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা। বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা। ওই মহিলার পায়ের উপর দিয়ে চলে যায় বাসের চাকা। বাসটিকে আটক করেছে পুলিস। তবে চালক পলাতক।

জানা গিয়েছে, বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন ওই মহিলা। সেইসময়ই বাসের তলায় পড়ে যায় তিনি। তাঁর পায়ের উপর দিয়ে চলে যায় বাসের চাকা। গুরুতর জখম হন ওই মহিলা। তড়িঘড়ি স্থানীয়রা ও ট্রাফিক পুলিস এসে উদ্ধার করেন জখম মহিলাকে। তাঁকে উদ্ধার করে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন, বিয়ের পরেও ঘরে নেয়নি প্রেমিক, স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুরবাড়ি এসে ধরনায় বসলেন যুবতী

পুলিস সূত্রে খবর, KB-16 রুটের একটি বাসের যাত্রী ছিলেন ওই মহিলা। আজ সকালে নিউটাউনের দিক থেকে বাসে করে এসে গোদরেজ ওয়াটার সাইড মোড়ে নামেন তিনি। বাস থেকে নেমে রাস্তা পার হতে যান তিনি। তখনই ঘটে বিপত্তি। চালক বাস চালিয়ে দেন। বাসের ধাক্কায় পড়ে যান মহিলা। অভিযোগ, তাঁর পায়ের উপর দিয়ে এরপর বাসটি চলে যায়।

Read More