অর্ণবাংশু নিয়োগী: বোলপুরের আইসিকে অনুব্রত মন্ডলের হুমকি মামলা। 'তদন্তকারী সংস্থার কাজে কিভাবে হস্তক্ষেপ করছেন? কোন ধারা যুক্ত হবে না হবেনা সেটা নিয়ে কিভাবে নির্দেশ দেন আপনারা'? হাইকোর্টে এবার প্রশ্নের মুখে জাতীয় মহিলা কমিশন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, 'আমাদের দেশে প্রচুর কমিশন আছে, সবাই যদি তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করা শুরু করে তাহলে তদন্ত কিভাবে চলবে'?
ফোনে বোলপুরের আইসিকে কদর্য ভাষায় গালমন্দ! অনুব্রত মণ্ডলের অডিয়োও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মামলা গড়িয়েছে কলকাতায় হাইকোর্টে। আজ,শুক্রবার মামলাটি শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আদালতে প্রশ্নের মুখে পড়তে হল জাতীয় মহিলা কমিশনকেই।
কমিশনের তরফে পাল্টা সওয়াল, 'আমরা কোনও নির্দেশ দিইনি, 'আমরা পরামর্শ দিয়েছি। লঘু ধারায় মামলা হয়েছে, তাই আমরা পরামর্শ দিয়েছি'। এরপর বিচারপতি বলেন, 'কিসের ভিত্তিতে আপনারা এই নির্দেশ দিচ্ছেন, আপনাদের কাছে কি তথ্য প্রমাণ আছে? আপনারা দেখান যে আপনাদের কাছে যে তথ্যপ্রমাণ আছে সেটা কেস ডায়রির থেকে বেশি'। সঙ্গে মন্তব্য, 'আপনারা আপনাদের তদন্ত করুন, কাউকে ডাকতে চাইলে ডেকে পাঠান, কিন্তু কেস ডায়রি দেখতে পারেন না'।
এই মামলায় বীরভূমের পুলিস সুপারকে আগামী ১৪ জুলাই জাতীয় মহিলা কমিশনের সামনে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের আরও নির্দেশ, মহিলা কমিশনের যা নথি প্রয়োজন পুলিশ, সেটা বৈদ্যুতিন মাধ্যমে পাঠাবে। যদি কোনও নথি পাঠানো সম্ভব না হয়। তার কারণ জানাতে হবে। নথি যাচাইয়ের পর যদি কোনও পুলিশের উপস্থিতি প্রয়োজন হয়, তাহলে পুলিশ সুপার প্রতিনিধিকে পাঠাবেন'।
স্রেফ বোলপুরের আইসি-কেই নয়, তাঁর স্ত্রী ও মা-কে রেয়াত করেননি অনুব্রত। নোংরা কথা বলেছিলেন তিনি। অনুব্রতকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ নয়? বীরভূম জেলার পুলিসের কাছে অ্য়াকশন টেকেন রিপোর্ট তলব করেছিল জাতীয় মহিলা কমিশন। পাল্টা চিঠি দিয়ে বীরভূমের পুলিস সুপার জানিয়েছিলেন, 'অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি'। রিপোর্টে উল্লেখ, তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত। অভিযোগকারীর মোবাইল পরীক্ষার রিপোর্ট আসেনি। রিপোর্ট পেলে অভিযুক্তের মোবাইল নেওয়া হবে'।
আরও পড়ুন: ED Raid in Kolkata: ৯৩ কোটি তছরুপের তল্লাশি! মুকুন্দপুরের ফ্ল্যাটে হানা ইডির...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)