Home> কলকাতা
Advertisement

অপদার্থ! TET মামলায় স্কুল সার্ভিস কমিশনকে নজিরবিহীন ভর্ৎসনা হাইকোর্টের

কী ধরনের আধিকারিকরা কমিশন চালাচ্ছেন? প্রশ্ন বিচারপতির।

 অপদার্থ! TET মামলায় স্কুল সার্ভিস কমিশনকে নজিরবিহীন ভর্ৎসনা হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: উচ্চ প্রাথমিক বা টেট মামলায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি। স্কুল সার্ভিস কমিশনকে নজিরবিহীন ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কী ধরনের আধিকারিকরা কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।' 

জানা গিয়েছে, উচ্চ প্রাথমিক মামলায় ২০১৯ সালের ১ অক্টোবর নতুন ইন্টারভিউ লিস্ট এবং রেজাল্ট প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, সেই নির্দেশ মানা হয়নি। যদিও এই বিষয়ে দুটি মামলা রয়েছে। একটি মামলার শুনানি শুক্রবার সকালে হয়। তবে সেখানে কমিশনের কেউ হাজির ছিলেন না। এদিনই দুপুর ২.৪৫ নাগাদ দুটি মামালাই ফের আদালতে উঠবে। তখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সনকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: ভোট পরবর্তী অশান্তি মামলায় অন্তর্বর্তী রায় হাইকোর্টের, শোকজ পুলিস কর্তা

আরও পড়ুন: দেবাঞ্জন তৃণমূলের পদাধিকারী! বিস্ফোরক দিলীপ, কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ছেন:কুণাল

আইনজীবী মহলের অনুমান, তখন আদালতে একাধিক অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সনকে। আদালতের নির্দেশ থাকলেও কেন তা মান্য হল না? সূত্রের খবর, সেই আধিকারিককে প্রশ্ন করতে পারেন বিচারপতি। 

Read More