Home> কলকাতা
Advertisement

সারদাকাণ্ডে মদন মিত্রকে দ্বিতীয়বার নোটিস সিবিআইয়ের, বুধবার হাজিরার নির্দেশ

সারদাকাণ্ডে মদন মিত্রকে দ্বিতীয়বার নোটিস সিবিআইয়ের। বুধবার হাজিরার নির্দেশ। বুধবার না পারলে কবে আসতে পারবেন এই সপ্তাহে, আগামিকালের মধ্যে জানাতে হবে মন্ত্রীকে।

সারদাকাণ্ডে মদন মিত্রকে দ্বিতীয়বার নোটিস সিবিআইয়ের, বুধবার হাজিরার নির্দেশ

ওয়েব ডেস্ক: সারদাকাণ্ডে মদন মিত্রকে দ্বিতীয়বার নোটিস সিবিআইয়ের। বুধবার হাজিরার নির্দেশ। বুধবার না পারলে কবে আসতে পারবেন এই সপ্তাহে, আগামিকালের মধ্যে জানাতে হবে মন্ত্রীকে।

এর আগে রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে সারদাকাণ্ডে নোটিস পাঠিয়েছিল সিবিআই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি সেইসময় হাসপাতালে ভর্তি ছিলেন। এসএসকেএম-এ ভর্তি থাকার সময় মদন মিত্রকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফেরেন মদন। তিনি তখনই জানিয়েছিলেন সিবিআই ডাকলে তিনি যেতে প্রস্তুত।

ক দিন আগে নিজেই ফোন করে সিবিআই’র কাছে সারদা আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত জেরার জন্য সময় চেয়েছিলেন মদন মিত্র।

Read More