নিজস্ব প্রতিবেদন: নন্দন থেকে বাড়ি ফিরছিলেন সজল কাঞ্জিলাল। পার্কস্ট্রিট স্টেশনে মেট্রোয় চড়তে আটকে গেল তাঁর হাত। সেই অবস্থাতেই দৌঁড়ল ট্রেন। ট্রেন থামার পর লাইনে ছিটকে গেল তাঁর দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সজল কাঞ্জিলালের। স্টেশনের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, কীভাবে গাফিলতির জেরে প্রাণ হারালেন কসবার বাসিন্দা।
সজল কাঞ্জিলালের হাত আটকে গিয়েছে মেট্রোর স্বয়ংক্রিয় দরজায়। সেই অবস্থাতেই ছুটতে শুরু করে ট্রেন। ভিতরে যাত্রীরা আপত্কালীন অ্যালার্ম ও হেল্পলাইনে ফোন করেও সাড়া পাননি। মেট্রোর মুখপাত্র ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, প্ল্যাটফর্ম সম্পূর্ণ ছাড়ার আগেই থমকে গিয়েছে ট্রেন। সিসিটিভি ফুটেজও সে কথাই বলছে। ট্রেন থামার পর একাংশ তখনও প্ল্যাটফর্ম। দৌঁড়ে যাচ্ছেন অন্যান্য যাত্রীরা।