Home> কলকাতা
Advertisement

ভুল ইঞ্জেকশনের জেরে জীবনমৃত দেড় বছরের শিশু!

দেড় বছরের অভিগ্ন বেচে আছে শুধু দৃষ্টিতে। মস্তিস্কের ৮০ শতাংশই অকেজো হয়ে গেছে। চিকিত্সকরাও কোনও আশা দিতে পারছেন না। ভুল ইঞ্জেকশনের জেরে কার্যত জীবনমৃত এই ছোট্ট শিশু। বাবা-মা এখন সুবিচারের আশায়। অভিযোগ কলকাতার এক নার্সিংহোমের বিরুদ্ধে।

ভুল ইঞ্জেকশনের জেরে জীবনমৃত দেড় বছরের শিশু!

ওয়েব ডেস্ক : দেড় বছরের অভিগ্ন বেচে আছে শুধু দৃষ্টিতে। মস্তিস্কের ৮০ শতাংশই অকেজো হয়ে গেছে। চিকিত্সকরাও কোনও আশা দিতে পারছেন না। ভুল ইঞ্জেকশনের জেরে কার্যত জীবনমৃত এই ছোট্ট শিশু। বাবা-মা এখন সুবিচারের আশায়। অভিযোগ কলকাতার এক নার্সিংহোমের বিরুদ্ধে।

বমি ও জলশূন্যতা নিয়ে ২৮সেপ্টেম্বর ভর্তি হয় অভিগ্ন। অভিযোগ, কর্তব্যরত এক নার্স শিশুর শরীরে সরাসরি পটাশিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন দেন। তারপরই অসুস্থ হয়ে পরে সে। ওই নার্সিংহোমের বিরুদ্ধে শেক্সপিয়র থানায় অভিযোগও করা হয়েছে। যদিও কেউ গ্রেফতার হয়নি।

আরও পড়ুন, রোজভ্যালি তদন্তে তৃণমূলের 'বাবুল' চাল!

Read More