নিজস্ব প্রতিবেদন: দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল কাশীপুর। বাড়ি বাড়ি ঢুকে চলল হামলা, লুঠপাট, বেপরোয়া ভাঙচুর। প্রায় আধ ঘণ্টা ধরে অস্ত্র হাতে চলল দুষ্কৃতীদের উন্মত্ত দাপাদাপি।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্যের ২২১ টি কোচিং সেন্টারকে অনুদান দেবে সরকার
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। মদের আসরে কাশীপুর ২২ নম্বর বস্তির এক যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার সকালে আচমকাই জনা তিরিশ যুবক এলাকায় ঢুকে তাণ্ডব শুরু করে। বাড়ি বাড়ি ঢুকে বেপরোয়া ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: কেডি সিংয়ের ২৩৮কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
হামলায় গুরুতর আহত হন বস্তির এক প্রৌঢ়। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীদের দাবি, প্রায় আধ ঘণ্টা ধরে এলাকায় তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। তারপর এলাকায় পুলিস ঢোকে। এখনও পর্যন্ত দুপক্ষের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিস। থমথমে কাশীপুরের ২২ নম্বর বস্তি। এলাকায় চলছে পুলিসি টহল।