নিজস্ব প্রতিবেদন: বেলেঘাটা আইডি-তে উপসর্গ নিয়ে ভর্তি হাসপাতালেরই সাফাই কর্মী। জানা গিয়েছে ওই সাফাই কর্মী দুই করোনা আক্রান্ত রোগীর ঘর সাফাই করেছিলেন। এদিন কাজ করতে করতে হঠাৎই অসুস্থবোধ করেন তিনি। এরপর নিজেই অসুস্থতার কথা জানান কর্তৃপক্ষকে। অসুস্থতার কথা জানতে পেরেই তড়িঘড়ি ভর্তির সিদ্ধান্ত নেয় হাসপাতাল। বেলেঘাটা আইডির আইসোলেশন বিভাগেই ভর্তি করা হয়এছে তাঁকে।
আরও পড়ুন: ইনজেকশন দিতেই রক্তবমি হয়ে মৃত্যু কিশোরের, ধুন্ধমার বেহালার হাসপাতাল
করোনার কাঁটায় থরহরিকম্প গোটা বিশ্ব। রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে বেলেঘাটা আইডির আইসোলেশন ওয়ার্ডের সমস্ত বেড। শেষ পাওয়া খবর অনুযায়ী আরও বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই একের পর এক রোগীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের প্রত্যেকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি রাজারহাটেও তৈরি হয়েছে কোয়ারেন্টাই সেন্টার। এখনও পর্যন্ত সংক্রামক রোগীর পরিবারের লোককে প্রথমে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। প্রয়োজনে তাঁকে রেফার করা হচ্ছে বেলেঘাটা আইডি। সবমিলিয়ে করোনার মোকাবিলায় তৎপর কেন্দ্র তথা রাজ্য। দফায় দফায় বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।