Home> কলকাতা
Advertisement

Mamata Banerjee: বাঙালি অস্মিতা! পুজো অনুদান এবার বেড়ে ১ লাখ ১০ হাজার, বড় ঘোষণা মমতার

Mamata Banerjee: আগামী ৫ অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়। তার আগে ২, ৩ এবং ৪ অক্টোবর হবে প্রতিমা বিসর্জন। মুখ্য়মন্ত্রী বলেন, 'আমাদের প্রাণের উত্‍সব। ইউনেস্কো যখন কালচার হেরিটেজ হিসেবে মর্যাদা দিয়েছে, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের'।

Mamata Banerjee: বাঙালি অস্মিতা! পুজো অনুদান এবার বেড়ে ১ লাখ ১০ হাজার, বড় ঘোষণা মমতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালি অস্মিতায় শান!  এবার পুজো কমিটিগুলিকে ১ লাখ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। সঙ্গে বিদ্যুতে ৮০ শতাংশ ছাড়! বললেন,  'আমাদের প্রাণের উত্‍সব। ইউনেস্কো যখন কালচার হেরিটেজ হিসেবে মর্যাদা দিয়েছে, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের'।

আরও পড়ুন:  Abhishek Banerjee: ছাব্বিশের আগে চোখ ভোটার তালিকায়? তৃণমূলের নেতাদের সঙ্গে ৮ তারিখ বৈঠকে অভিষেক..

গক বছর ছিল ৮৫ হাজার, এবার ১ লক্ষ ১০ হাজার টাকা। ফের বাড়ল ক্লাবগুলির পুজো অনুদান। এদিন নেতাজি ইন্ডোরে পুজো বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,  'অনেকে আবার কোর্টেও চলে যায়। কেউ কেউ বলেন, মমতাদি তো দুর্গাপুজো করতে দেয় না। সরস্বতী পুজোও করতে দেয় না। যখন দুর্গাপুজো নিয়ে মিটিং করি, কেউ কেউ কোর্টেও চলে যায়। কেউ কেউ বলে কেন এদের সাহায্য করা হবে। আরে ভাই, এটা একটা উত্‍সব। তাঁরা পুজোটা করেন, বিনিময়ে কত শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে'। জানান, আগামী ৫ অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়। তার আগে ২, ৩ এবং ৪ অক্টোবর— এই তিন দিন প্রতিমা বিসর্জন হবে।

এদিকে একধাক্কায় যখন পুজো অনুদান বাড়ল ২৫ হাজার তখন, মুখ্যমন্ত্রীকে 'হিন্দু বিরোধী' বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, একটু আগে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে অ্যান্টনি জেনারেল বাধা দিচ্ছে যে, দীঘায় ওই তথাকথিত কালচার সেন্টারের সামনে দিয়ে কোনও শোভাযাত্রা হবে না। আপনার বাড়ির কাছে যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে সরস্বতী পুজোর জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। এই প্রথম আপনার পুলিস রথযাত্রায় মেলা করতে দেইনি। আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে। আর যাই হোক আপনি হিন্দু দরদী নন'।

২০২৪-এ বাজেট ঘোষণার দিনই পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদানের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ক্লাব ও পুলিসকে নিয়ে বৈঠকের পর, ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী বছর অর্থাত্‍ ২০২৫-এ এই অনুদাখ ১ লাখ টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন: Japanese Cancer Patient in Medical College Kolkata: বিদেশি বিড়ম্বনা! রাজ্যের দরদি পদক্ষেপে জাপানি ক্যানসার রোগীর ঠাঁই মেডিক্যাল কলেজে! চাই সুশি, মুখে রচছে না মাছ-ভাত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More