Home> কলকাতা
Advertisement

Mamata Banerjee: 'শুনতে পাচ্ছি না গলা তুলুন, আমি শুনবো আপনাদের কথা! এটাই গণতন্ত্র', অক্সফোর্ডে প্রশ্নবাণ সামলালেন মমতা...

Mamata Banerjee at Oxford: মমতা বক্তব্য রাখার সময়ই অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় বাধা। পোস্টার হাতে চিত্‍কার কয়েকজনের। এটা রাজনীতির মঞ্চ নয়। জবাব মুখ্যমন্ত্রীর। অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতার মাঝে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী। আরজি কর ও টাটাদের সিঙ্গুরত্যাগ প্রসঙ্গে প্রশ্ন তোলেন কয়েকজন। 

Mamata Banerjee: 'শুনতে পাচ্ছি না গলা তুলুন, আমি শুনবো আপনাদের কথা! এটাই গণতন্ত্র', অক্সফোর্ডে প্রশ্নবাণ সামলালেন মমতা...

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: এদিন অক্সফোর্ডে (Oxford University) যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee) সঙ্গী সৌরভ। কেলগ কলেজে বলতে গিয়ে ঐক্যের পক্ষেই সওয়াল করেন মুখ্যমন্ত্রী। বলেন, ক্ষমতায় থেকে বিভাজন করা যায় না। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তৃতা করার মাঝেই বাংলায় ভোট পরবর্তী হিংসা, আরজি করের ঘটনা এমনকী টাটার বিদায়-পর্ব নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে থাকেন কয়েকজন। যদিও ঠান্ডা মাথাতেই পাল্টা পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী৷

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

পাল্টা জবাব দিয়ে মমতা জানান, এটা রাজনীতির মঞ্চ নয়। মমতা বলেন, 'আপনার দলকে আরও শক্তিশালী হতে বলুন। সাম্প্রদায়িক লোকেদের বিরুদ্ধে লড়তে বলুন। আমার সঙ্গে লড়াই করবেন না।' বিক্ষোভকারীদের উদ্দেশে মমতা বলেন, 'আমাকে অপমান করছেন করুন। দেশকে অপমান করবেন না।' বিনিয়োগ নিয়ে কথা বলার সময় হলের পিছনদিকে দাঁড়িয়ে থাকা একদল ব্যক্তি প্রতিবাদ শুরু করেন। 

বলতে থাকেন, কারা কারা বিনিয়োগ করেছে তাদের নাম বলুন। মুখ্যমন্ত্রীর পাল্টা উত্তর, 'ইউকে বিসিকে জিজ্ঞেস করুন।' পিছন থেকে দাঁড়িয়ে থাকা এক ছাত্র তুলল টাটার প্রসঙ্গ, 'মুখ্যমন্ত্রীর জবাব টাটা, কংগনিজেন্ট, উইপ্রো সবাই আছে।' এসময়ই বিক্ষোভকারীদের মধ্যে একজন হঠাৎ বলে উঠল, 'আপনি মিথ্যে বলছেন।' মুখ্যমন্ত্রীর তাকে ভাই বলে সম্বোধন করে বললেন, 'আপনি শুনুন, আপনার যা প্রশ্ন আছে করুন। কিন্তু টাটা আছে।' 

এই সময়ে বিক্ষোভকারীদের আরেকজন বলে উঠলেন, 'হিন্দুদের নিয়ে আপনি কিছু বলুন।' মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব, 'আমি সকলের জন্য।' বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একসময় মুখ্যমন্ত্রী বলেন, 'আমি শুনতে পাচ্ছি না আপনাদের গলা। আপনার গলা তুলুন। এটাই গণতন্ত্র আমি শুনবো আপনাদের কথা।' এরপরেই বিক্ষোভকারীদের একজন প্রশ্ন তুললেন আরজিকর নিয়ে। মুখ্যমন্ত্রীর জবাব, 'এটা বিচারাধীন বিষয়, কেন্দ্র সরকার দেখছে। আমাদের কাছে নেই আর তারপরেই তার পাল্টা বক্তব্য এখানে রাজনীতি করবেন না।'

'এটা রাজনীতির মঞ্চ নয়। সেটা আমার রাজ্যে আমার সঙ্গে করুন এখানে নয়। মুখ্যমন্ত্রী বলেন, আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হয়ে সাম্প্রদায়িক লোকেদের বিরুদ্ধে লড়তে। আমার সঙ্গে লড়াই করবেন না।' এই কথা বলতে বলতে মুখ্যমন্ত্রী তার আহত হওয়ার ছবি সকলের সামনে তুলে ধরেন। বলেন, 'আপনাদের অত্যাচারে আমি মরে যাচ্ছিলাম। এটা কোনও ড্রামা নয়। আপনারা আমার বদলে আপনাদের প্রতিষ্ঠানকে অসম্মান করছেন।' বক্তব্য শেষে যখন আলোচনা চলছে সেই সময় মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'আমি মানুষের কাছে মাথা নত করব অন্য কারোও কাছে নয়।'

আরও পড়ুন, Chinar Park Robbery: দুই সতীনের বিবাদ, ৭০ কোটির লোভে পড়েই চিনার পার্কে 'ডাকাত' CISF!

আরও পড়ুন, Partha Chatterjee: 'পার্থর কথাতেই নষ্ট করা হয় OMR শিট!', আদালতে বিস্ফোরক দাবি CBI...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More