Home> কলকাতা
Advertisement

Modi Vs Mamata: 'ইজ্জত দিয়ে খেলা করলে ছেড়ে কথা বলব না', মোদীকে হুঁশিয়ারি মমতার!

Modi Vs Mamata:  'একটা কাজ করুন, আপনার যদি এতই হিম্মত, টিভি বিতর্কে বসুন। সরাসরি প্রধানমন্ত্রী আর আমরা লড়াই হবে। টেলিপ্রমটারও আনতে পারেন'।  

Modi Vs Mamata: 'ইজ্জত দিয়ে খেলা করলে ছেড়ে কথা বলব না', মোদীকে হুঁশিয়ারি মমতার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশনের সিদুঁরের পর এবার অপারেশন বেঙ্গল! 'বাংলার ইজ্জত দিয়ে খেলা করলে ছেড়ে কথা বলব না', মোদীকে এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। বললেন,  'একটা কাজ করুন, আপনার যদি এতই হিম্মত, টিভি বিতর্কে বসুন। সরাসরি প্রধানমন্ত্রী আর আমরা লড়াই হবে। টেলিপ্রমটারও আনতে পারেন'।

আরও পড়ুন:  Modi Vs Mamata: 'পহেলগাঁওয়ের জঙ্গিরা কোথায়?', মোদীকে প্রশ্ন মমতার!

মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলায় এসে বলছেন, অপারেশন সিঁদুরের মতো অপারেশন বেঙ্গল করবে! তার মানে জঙ্গিদের সঙ্গে বাংলার মাটিকে মিলিয়ে দিলেন! বাংলা মাটির ইজ্জতকে মিলিয়ে দেন। কী ভাবে! যা খুশি, তাই করবে। আমি দেশকে সম্মান করি, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। আমাদের  সাংসদ বিদেশে গিয়ে ভারতের হয়ে গলা ফাটায়। এরা বাংলায় এসে বাংলাকে গালি দেয়। দুর্নীতির কথা বলছে, আপনাদের রাজ্য়ে তো দুর্নীতি সবচেয়ে বেশি। আপনাদের রাজ্য়ে তো দুর্নীতি সবচেয়ে বেশি। যদি দু'একটা জায়গায় দুর্নীতি হয়ে থাকেও, সরকার ব্যবস্থা নেয়'। 

মুখ্যমন্ত্রীর কথায়, 'আমাদের ওখানে মহিলারা সুরক্ষিত। এক দুটো যদি ঘটেও থাকে, আমরা দু-তিন মাসের মধ্যে ব্যবস্থা নিয়েছি। আপনি কী করে, কী করেছে এখনও পর্যন্ত। যাঁরা মহিলাদের সম্মানহানি করেছেন, তাঁদের বিজয়ী বানিয়ে ঘুরিয়েছেন। আমাদের এখানে যে সামাজিক নিরাপত্তা আছে, সারা পৃথিবীতে নেই। বেকারত্বের কথা বলছেন! আপনাদের ওখানে বেকারত্ব বেড়েছে, আর এখানে বিপিএল চল্লিশ শতাংশ কমে গিয়েছে'।

মোদী যখন দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারকে বিঁধেছেন, তখন কেন্দ্রের বিরুদ্ধের পাল্টা বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, 'রাস্তার কথা বলছেন! রাস্তায় পয়সা দিয়েছেন? ঘর হয়নি, পয়সা দিয়েছেন? বলেন, রাজ্যে সরকারের টাকায় গ্রামীণ রাস্তা বানিয়েছি। একশোর দিনে কাজ করিয়ে টাকা দেননি। সেই টাকাও আমাকে দিতে হল। বাংলা কখনও বিজেপির হাতে যাবে না'। 

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'সব প্রকল্প আপনার নামে! কেন? সেনার নামে কেন করেন না!  যাঁরা জীবন দিয়ে দিল, তাদের কখনও করেছেন! খালি নিজের প্রচার। টাকা আপনার ৬০ শতাংশ, আমরা ৪০ শতাংশ।  তাহলে আপনার নাম কেন হবে? আপনি আয়ুষ্মান হোন।  ভগবান আপনাকে ১৭৫ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক।  কিন্তু মনে  রাখবেন, আপনাদের এখানে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে, ৫ লক্ষ টাকা। আপনার থেকে দয়া ভিক্ষা আমি নেব না। কারণ, আষুষ্মানে ভারতে রাজ্যকে ৪০ শতাংশ টাকা দিতে হত, আমি কেন আপনাদের টাকা দেব'!

আরও পড়ুন:  Tangra Triple Murder: ট্যাংরাকাণ্ডে 'বিস্ফোরক' চার্জশিট! ভয়ংকর খুনের মোটিভ! 'সাক্ষী' একমাত্র নাবালক ছেলে...

আর ssc? মুখ্যমন্ত্রী বলেন, 'ssc শিক্ষকদের নিয়ে কথা বলছেন! কে করল! আমরা করেছি! কোর্ট করেছে! কোর্টে কেস সিপিএম বিজেপি করেছে। আমাদের সরকার তো মানবিকতা আছে, চেষ্টা করছি। কোনও কোনও রাস্তা বের করব। আদালতের নির্দেশও মানব, আমাদের নীতি, প্রকল্প অনুযায়ী করব। মেট্রো প্রকল্পে নাকি টাকা দিয়েছে! ২০০৯-১০ সালে আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন টাকা রেখে এসেছিলাম। আমি থাকলে এক বছরে করে দিতাম'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More