Home> কলকাতা
Advertisement

Mamata Banerjee: ভোটার লিস্টের ফর্মে 'ঘাপলা'! 'বিহার বাহানা, আসল টার্গেট বাংলা', বললেন মমতা..

Mamata Banerjee: ভোটার লিস্টে নাম তুলে গেলে 'ডিক্লারেশন ফর্ম'। নির্বাচন কমিশনে নয়া নিয়ম তীব্র আপত্ত জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, এটা ভয়ংকর। গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক পরিকল্পনা। যতদূর জানি, এই নির্বাচন কমিশনার অমিত শাহের সচিব ছিলেন'।

Mamata Banerjee: ভোটার লিস্টের ফর্মে 'ঘাপলা'! 'বিহার বাহানা, আসল টার্গেট বাংলা', বললেন মমতা..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  'অনেক ঘাপলা আছে'।  ভোটার লিস্টের ফর্ম নিয়ে এবার আপত্তি তুললেন মুখ্যমন্ত্রী। বললেন, 'আসলে বাংলাকে টার্গেট করছে, পরিযায়ী শ্রমিকদের টার্গেট করছে। বাংলার লোককে টার্গেট করছে। কারণ, ওরা ভয় পেয়েছেন। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করে নির্বাচন কমিশন এটা করতে পারে না'।

আরও পড়ুন:  SSC Scam: আপার প্রাইমারিতে নিয়োগ চাকরিহারা শিক্ষককে! বড় নির্দেশ হাইকোর্টের..

মুখ্যমন্ত্রী বলেন, 'বাবা-মায়ের বাার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কী হচ্ছে?  অনেক ঘামলা আছে। বিহারে তো বিজেপি সরকার, কিছু করবে না।  আর তিন মাস পর ভোট। বিজেপি যা বলবে, ওরা তাই করবে। আমাদের গণতান্ত্রিক দেশ। আমাদের যুক্তরাষ্টীয় কাঠামো। রাজনৈতিক দলগুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন বলতে পারে না, নতুন করে আবার ভোটার লিস্ট! আগেরবার হরিয়ানা ভোটারকে ঢুকিয়ে দিয়েছে! পঞ্জাবের ভোটারকে ঢুকিয়ে দিয়েছে, রাজস্থানের ভোটারকে ঢুকিয়ে দিয়েছে। বিজেপি অধ্যুষিত এলাকার ভোটারকে ঢুকিয়ে দিয়েছে'।

মুখ্যমন্ত্রীর কথায়, 'আবার নতুন ফরম্যাট এসেছে। সবাইকে বন্ডেড লেবার পেয়েছে! রাজনৈতিক দলগুলি কারও বন্ডেড লেবার নয়, নির্বাচিত সরকার বন্ডেড লেবার নয়'। সঙ্গে অভিযোগ, 'বিজেপি পার্টি প্রচারকদের দিয়ে এইসব পরিকল্পনা করেছে। ইশারাই যথেষ্ট। কয়েকদিন আগে চিঠি দিয়ে আমাদের বলেছিল, প্রতিটি পার্টি বুথস্তরে এজেন্ট থাকে। তাঁদের তথ্য় দাও. ফোন নম্বর দাও। কেন! আমার পার্টি বুথস্তরে এজেন্ট কে হবে, তার তথ্য আমি তোমায় দেব কেন! দেখার জন্য'! 

রাজনৈতিক দলকে মখ্যমন্ত্রীর বার্তা,  'দেখুন, একের এক চিঠি পাঠাচ্ছে কমিশন। এটা ভয়ংকর। গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক পরিকল্পনা'। বলেন, 'যতদূর জানি, এই নির্বাচন কমিশনার অমিত শাহের সচিব ছিলেন। ভুল হলে শুধরে দেবেন। কিন্তু এমন ব্যবহার করতে পারেন না'।

আরও পড়ুন:  Bengal Weather: নিম্নচাপের কু-নজর! ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়, ভাসবে কোন কোন জেলা?

চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট। তার আগে গোটা দেশেই ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। নয়া নিয়মে, নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না।  ২০০৩ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল না, তাঁদের জন্মস্থানের প্রমাণ্যনথি জমা করতে হবে। সঙ্গে ভারতীয় নাগরিকত্বের 'সেলফ অ্যাটেস্টেট ডিক্লেরশন'-ও। 

কমিশন জানিয়েছে,  ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন, সেই সব ভোটারদের জন্মতারিখ এবং জন্মস্থানের প্রমাণ্যনথি দাখিল করতে হবে। জমা দেওয়া যাবে বার্থ সার্টিফিকেট, পাসপোর্টের মতো নথি। আবার ১৯৮৭ সালের পরে যাঁরা জন্মেছেন, তাঁদের  নিজের পরিচয়ের প্রমাণ্য নথির বাবা-মায়েরও নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। ২০০৪ সালের ২ ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও একই নিয়ম।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More