Home> কলকাতা
Advertisement

Mamata Banerjee: চলতি মাসেই লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ভাষণ দেবেন অক্সফোর্ডে!

জল্পনা চলছিলই। চলতি মাসের লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে? ২৯ মার্চ অক্সফোর্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। স্রেফ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ নয়, ব্রিটেনে শিল্প বৈঠকও  করতেন পারেন মমতা। সূত্রের খবর তেমনই।

 Mamata Banerjee: চলতি মাসেই লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ভাষণ দেবেন অক্সফোর্ডে!

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: জল্পনা চলছিলই। চলতি মাসের লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে? ২৯ ফেব্রুয়ারি অক্সফোর্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। স্রেফ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ নয়, ব্রিটেনে শিল্প বৈঠকও  করতেন পারেন মমতা। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Jadavpur University | Calcutta High Court: বিশ্ববিদ্যালয় চাইলে নিরাপত্তার জন্য পুলিস ডাকতেই পারে: হাইকোর্ট

২০১৫ সালের পর ২০২৫।  ফের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী। ২১ মার্চ কলকাতা থেকে বিমানে দুবাইয়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে লন্ডন। অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সামনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে। আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। লন্ডনে শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে রাজ্যে নতুন শিল্প স্থাপন, তথ্যপ্রযুক্তি, উৎপাদন ক্ষেত্র এবং পর্যটন উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। 

এর আগে, ২০২০ সালে অক্সফোর্ডে ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে  অক্সফোর্ড কর্তৃপক্ষের তরফে মেল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপাতত স্থগিত থাকছে ওই অনুষ্ঠান। সেই ঘটনায় ক্ষুদ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০২৩ সালে শিল্পে বিনিয়োগ আনতে মুখ্যমন্ত্রী স্পেন সফরে গিয়েছিলেন। ফেরার পথে দুবাইতেও শিল্পবৈঠক করেন। ফেরার পথে শিল্প বৈঠক করেছিলেন দুবাইয়ে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

আরও পড়ুন:  Ahiritola Incident: 'ট্রলিতে ঢুকছে না দেহ! যেখানে যেখানে আটকে যায়, বটি দিয়ে...', আহিরীটোলা-কাণ্ডে হাড়হিম তথ্য

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More