নিজস্ব প্রতিবেদন: আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আছড়ে পড়তে পারে ইয়াস। ইতিমধ্য়ে উপকূলবর্তী এলাকায় শুরু হয়ে গিয়েছে তাণ্ডব। ফলে সতর্ক কলকাতা পুলিসও। ইতিমধ্যে শহরের সমস্ত ফ্লাইওভার বন্ধ করল কলকাতা ট্রাফিক পুলিস। বন্ধ করা হয়েছে শহরের ৯টি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার।
আরও পড়ুন: ধেয়ে আসছে Yaas, রাতেই নবান্নের কন্ট্রোল রুমে Mamata
কলকাতা ট্রাফিক পুলিসের তরফে জানান হয়েছে, বন্ধ থাকবে গার্ডেনরিচ ফ্লাইওভার, তারাতলা ফ্লাইওভার, পার্কস্ট্রিট ফ্লাইওভার, উল্টোডাঙা ফ্লাইওভার, চিংড়িঘাটা ফ্লাইওভার, গড়িয়াহাট ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার এবং লকগেট ফ্লাইওভার। ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই জন্যই প্রশাসনের এই সিদ্ধান্ত।
Traffic update:-
— DCP Traffic Kolkata (@KPTrafficDept) May 26, 2021
Due to bad weather following flyovers are closed to traffic
1. Garden Reach flyover
2. Taratala flyover
3. Park Street flyover
4. Ultadanga flyover
5. Chingrighata flyover
6. Gariahat flyover
7. AJC Bose flyover
8. Maa flyover
Traffic update:-
— DCP Traffic Kolkata (@KPTrafficDept) May 26, 2021
Due to bad weather Lock Gate flyover is closed to traffic.
আরও পড়ুন: সমব্যথী: Yaas-এর হুঙ্কারের পাশেই 'পাশে আছি প্রেসিডেন্সি'র আবেগঘন সুর
ইয়াসের কারণে আজ প্রায় ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকছে কলকাতা বিমানবন্দর। সকাল ৮টা থেকে সন্ধে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দরের সমস্ত কাজ। বন্ধ থাকবে বিমান ওঠানামা। বন্ধ থাকবে দুর্গাপুর বিমানবন্দরও। আজ ভোর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত।