নিজস্ব প্রতিবেদন : অতি সঙ্কটজনক করোনায় আক্রান্ত নয়াবাদের প্রৌঢ়। সংক্রমণ দ্রুত বাড়ছে। ফুসফুস প্রায় অকেজো হতে বসেছে। কাজ করা প্রায় বন্ধের মুখে। তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। কৃত্রিমভাবে অক্সিজেন পাঠিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ৬৬ বছর বয়সী ওই প্রৌঢ়কে। এমনটাই জানা গিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে।
বৃহস্পতিবার রাত থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি। শুক্রবার অবস্থার আরও অবনতি হয়েছে। ভেন্টিলেশনের মাত্রা সর্বোচ্চ করা হয়েছে। তাতেও শরীরে অক্সিজেনের যে চাহিদা রয়েছে, তা পূর্ণ করা যাচ্ছে না। ফলে বিপদ আরও বাড়ছে বলেই আশঙ্কা করছেন চিকিত্সকেরা। সব রকম সাপোর্ট দিয়ে তাঁকে দ্রুত সুস্থ করার আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিত্সকেরা।
কিন্তু যেভাবে শরীরে অক্সিজেনের চাহিদা বাড়ছে, আর ফুসফুস কাজ করা বন্ধ করে দিয়ে প্রায় অকেজো হয়ে যাচ্ছে, তাতে আশঙ্কা বাড়ছে। এক চিকিৎসক বলেন, "পরিস্থিতি খুবই সঙ্কটজনক। শুক্রবার দুপুরে যেন সেই মাত্রা আরও বেড়ে গিয়েছে। এই মুহূর্তে ফুসফুস প্রায় কাজ করছে না বললেই চলে। আমরা চেষ্টা করছি দেখা যাক।"
আরও পড়ুন, 'মাস্ক-গ্লাভস না পেলে রান্না করব না', কর্মী বিক্ষোভে দুপুরের ভাত বিকেলে খেলেন রোগীরা!