Home> কলকাতা
Advertisement

ইন্ডিয়ান মিউজিয়ামে সেক্স করতে গিয়ে ধরা পড়ল প্রেম যুগল, তারপর?

মঙ্গলবারের ভর দুপুর। ইন্ডিয়ান মিউজিয়াম তখন গিজ গিজ করছে দর্শকে। বড় বড় সিঁড়ি আর লিফটগুলো দিয়ে তখনও আনাগোনা চলছে সবার। সিকিউরিটিও আছে। হঠাৎ ম্যামল গ্যালারির এক কোণে চোখ পড়তেই সকলের 'চক্ষু চড়ক গাছ'। স্কুলের ইউনিফর্মে থাকা এক ছাত্রী আর এক তরুণের মধ্যে চলছে 'উদ্যাম প্রেম'। লোকচক্ষু এড়িয়ে নয়, একেবারে সবার সামনেই যা হচ্ছে 'খুল্লাম খুল্লা'। কচিকাঁচারা তো হতবম্ব। বড়রা কোনও রকমে চোখ সরিয়ে পালাচ্ছেন। সিসিটিভি-তে ফুটেজ দেখে ছুটে আসেন ইন্ডিয়ান মিউজিয়ামের আধিকারিকরাও। কী হচ্ছে...? বিবস্ত্র যুগল কোনও রকমে নিজেদের জামাকাপড় ঠিক করে বলছে, 'স্যার আর কখনও করব না'। মিউজিয়ামের এক আধিকারিক বলছেন, "অনেক সময়ই মিউজিয়ামে অল্পস্বল্প ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত আমাদের চোখে পড়েছে, তাদের একটু ধ্যাতানি দিলে প্রেম-ট্রেম ছেড়ে পালিয়েছে তারা। কিন্তু আজ যা দেখলাম, 'জন্ম জন্মান্তরেও ভুলব না'। রাস্তায় কুকুর-বিড়ালরাও এমন করে না"। 

ইন্ডিয়ান মিউজিয়ামে সেক্স করতে গিয়ে ধরা পড়ল প্রেম যুগল, তারপর?

ওয়েব ডেস্ক: মঙ্গলবারের ভর দুপুর। ইন্ডিয়ান মিউজিয়াম তখন গিজ গিজ করছে দর্শকে। বড় বড় সিঁড়ি আর লিফটগুলো দিয়ে তখনও আনাগোনা চলছে সবার। সিকিউরিটিও আছে। হঠাৎ ম্যামল গ্যালারির এক কোণে চোখ পড়তেই সকলের 'চক্ষু চড়ক গাছ'। স্কুলের ইউনিফর্মে থাকা এক ছাত্রী আর এক তরুণের মধ্যে চলছে 'উদ্যাম প্রেম'। লোকচক্ষু এড়িয়ে নয়, একেবারে সবার সামনেই যা হচ্ছে 'খুল্লাম খুল্লা'। কচিকাঁচারা তো হতবম্ব। বড়রা কোনও রকমে চোখ সরিয়ে পালাচ্ছেন। সিসিটিভি-তে ফুটেজ দেখে ছুটে আসেন ইন্ডিয়ান মিউজিয়ামের আধিকারিকরাও। কী হচ্ছে...? বিবস্ত্র যুগল কোনও রকমে নিজেদের জামাকাপড় ঠিক করে বলছে, 'স্যার আর কখনও করব না'। মিউজিয়ামের এক আধিকারিক বলছেন, "অনেক সময়ই মিউজিয়ামে অল্পস্বল্প ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত আমাদের চোখে পড়েছে, তাদের একটু ধ্যাতানি দিলে প্রেম-ট্রেম ছেড়ে পালিয়েছে তারা। কিন্তু আজ যা দেখলাম, 'জন্ম জন্মান্তরেও ভুলব না'। রাস্তায় কুকুর-বিড়ালরাও এমন করে না"। 

পরে ওই প্রেম যুগলকে আটক করে নিউ মার্কেট থানার পুলিস। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওই স্কুল ছাত্রী পার্কসার্কাসের একটি স্কুলে পড়াশুনা করে। স্কুল পালিয়েই আজ মিউজিয়ামে এসেছে সে, তারপর...। 

Read More