Home> কলকাতা
Advertisement

Covid 19: নতুন করে আক্রান্ত আরও বেশ কয়েকজন, উদ্বেগ বাড়িয়ে রাজ্যেও বাড়ছে করোনার সংক্রমণ!

 Covid in Bengal: শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল... জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গও... পিরোলার সংক্রমণে উপসর্গগুলির মধ্যে রয়েছে- মাথা ব্যাথা, চোখে যন্ত্রণা, স্বাদ ও ঘ্রাণশক্তি চলে যাওয়া, সর্দি, জ্বর, গলায় ব্যথা, নাক বন্ধ, পেশীতে যন্ত্রণা ও বমি।  

Covid 19: নতুন করে আক্রান্ত আরও বেশ কয়েকজন, উদ্বেগ বাড়িয়ে রাজ্যেও বাড়ছে করোনার সংক্রমণ!

অয়ন শর্মা: দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনার উদ্বেগ (Covid in Bengal)। রাজ্যে নতুন করে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। একজন গৃহবধূ, এক কিশোর, এক প্রসূতি ও এক নাবালকের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আক্রান্ত গৃহবধূ ও কিশোর ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মগরাহাটের বাসিন্দা। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের ডিআরডিএল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ওই দুজনের। শুক্রবার তাদের রিপোর্ট আসে। তাতেই করোনা পজেটিভ (Covid Positive) ধরা পড়ে দুজনে।

মূলত শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল দুজনেরই। এরপর তাঁরা দুজনেই ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন। রোগের কারণ জানতে করা হয় সোয়াব টেস্ট। তাতেই দুজনে করোনা পজেটিভ ধরা পড়েন। সংক্রমণের বিষয়ে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের জানানো হয়েছে। এর পাশাপাশি মগরাহাট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারিও।

কলকাতায় করোনা

সেইসঙ্গে কলকাতাতেও ২ করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এক প্রসূতি করোনায় আক্রান্ত বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর। জ্বর, সর্দি, কাশির মতো করোনার উপসর্গ রয়েছে তার। কাঁকুরগাছির এক বেসরকারি হাসপাতালে ভর্তি ওই প্রসূতি। ওদিকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ১৫ বছরের এক নাবালক করোনা আক্রান্ত হয়ে ভর্তি।

করোনা আক্রান্ত ১৫ বছরের ওই নাবালককে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একটানা জ্বর ছিল তার। সঙ্গে সর্দি-কাশিও ছিল ওই নাবালকের। যা দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায়, করোনা আরটিপিসিআর টেস্ট করা হয়। সেই রিপোর্ট পজেটিভ এসেছে। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩। তবে আক্রান্তদের মধ্যে অনেকেই সুস্থ হয়েও উঠেছেন।

মাস্ক বাধ্যতামূলক, জারি গাইডলাইন!

 প্রসঙ্গত, দেশে ইতিমধ্যেই কেরালা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী (Covid in India)। যে কারণে কেরালায়া মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সেই রাজ্যের সরকার। বাইরে বেরলে মাস্ক পরতে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশেও। একইসঙ্গে জারি করা হয়েছে কোভিড গাইডলাইন। পিরোলা ভ্যারিয়েন্টের জন্যই করোনার সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পিরোলার সংক্রমণে উপসর্গগুলির মধ্যে রয়েছে- মাথা ব্যাথা, চোখে যন্ত্রণা, স্বাদ ও ঘ্রাণশক্তি চলে যাওয়া, সর্দি, জ্বর, গলায় ব্যথা, নাক বন্ধ, পেশীতে যন্ত্রণা ও বমি।

আরও পড়ুন, Mask mandatory: রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ, ফের বাধ্যতামূলক মাস্ক! জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী...

আরও পড়ুন, Early Monsoon: ১৬ বছর পর... রেকর্ড করল বর্ষা! মে-তেই ঢুকল কেরালায়, কলকাতায় এবার...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More