Home> কলকাতা
Advertisement

প্লেনামের আগে নীতি নির্ধারনের খসড়া তৈরি করতে বৈঠকে CPIM নেতৃত্ব

রাজ্য প্লেনামের আগে আজ ও কাল দু'দিনের রাজ্য কমিটির বৈঠকে বসছে সিপিএম। প্লেনামের আগে বেশকিছু নীতি নির্ধারনের খসড়া সহ একাধিক বিষয় আলোচনা হবে দুদিনের এই বৈঠকে। সংগঠনকে মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেবিষয়েও জেলাগুলি তাদের মতামত জানাবে।

প্লেনামের আগে নীতি নির্ধারনের খসড়া তৈরি করতে বৈঠকে CPIM নেতৃত্ব

ওয়েব ডেস্ক : রাজ্য প্লেনামের আগে আজ ও কাল দু'দিনের রাজ্য কমিটির বৈঠকে বসছে সিপিএম। প্লেনামের আগে বেশকিছু নীতি নির্ধারনের খসড়া সহ একাধিক বিষয় আলোচনা হবে দুদিনের এই বৈঠকে। সংগঠনকে মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেবিষয়েও জেলাগুলি তাদের মতামত জানাবে।

আরও পড়ুন- আলিমুদ্দিনে রাজ্য নেতাদের রিপোর্ট দিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম

ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের পেশ করা রিপোর্টের ওপরেও আলোচনা হবে এই বৈঠকে। সন্ত্রাস মোকাবিলা ও কর্মীদের দল ছাড়ার বিষয়টিও বৈঠকে আলোচনা করবে সিপিএম নেতৃত্ব। এই দু'দিনের বৈঠককে অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দলেন রাজ্য নেতৃত্বরা।

২০১৬ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই দল ছাড়ার একটা প্রবণতা দেখা গেছে বিভিন্ন জেলায়। এমনকী, নির্বাচনে জিতেও এক বিধায়ক সিপিএম ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এরপরই জরুরী ভিত্তিতে বৈঠকে বসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দলের অন্দরে। 

Read More