ওয়েব ডেস্ক: রাতের কলকাতায় ফের দুষ্কৃতী দৌরাত্ম্য। একজনকে হাতেনাতে ধরল জনতাই। উদ্ধার হল অস্ত্র। গতরাতে রাজাবাগান এলাকায় জনাচারেক দুষ্কৃতীর সঙ্গে তুমুল বচসা বাঁধে এক রিকসা চালকের। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকাবাসীর অভিযোগ, ওই দুষ্কৃতীদের দাপটে অতিষ্ঠ তাঁরা। স্থানীয়রাই এরপর তাদের তাড়া করলে, টিটো নামে এক দুষ্কৃতী ধরা পড়ে যায়। তাকে ব্যাপক মারধর করে উত্তেজিত জনতা। পরে রাজাবাগান থানার পুলিস এসে আহত দুষ্কৃতীকে উদ্ধার করে। তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। বাকি তিন দুষ্কৃতী অবশ্য পলাতক। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিস।
আরও পড়ুন এক হেলিকপ্টার আর তিন প্রিয় ক্রিকেটার
আরও পড়ুন একমাত্র সন্তান পূজাকে হারিয়ে দিশেহারা বাবা-মা