নিজস্ব প্রতিবেদন: ফণি মোকাবিলার প্রস্তুতিতে ম্যারাথন বৈঠক করল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা সেই বৈঠকে হাজির ছিলেন বিমানবন্দরের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্তা ও আবহবিদরা। বৈঠকে সমস্ত জরুরি ব্যবস্থা তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, ঝড় কলকাতায় আঘাত হানলে পরিস্থিতি বুঝে বিমান চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
এদিনের বৈঠকে হাজির ছিলেন আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা জিসি দেবনাথ। ছিলেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা CISF আধিকারিক ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের অধিকর্তা।
বৈঠকে মূলত ৩টি সিদ্ধান্ত হয়েছে।
১. বিমান চলাচল নিয়ে সিদ্ধান্ত নিতে তৈরি হয়েছে ২ সদস্যের কমিটি।
২. বিপর্যয় মোকাবিলায় তৈরি হয়েছে বিশেষ দল। তারা ২৪ ঘণ্টা বিমানবন্দরে মোতায়েন থাকবে।
৩. বিমানবন্দরে বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। CISF জওয়ানদের বিমানবন্দরে থাকতে বলা হয়েছে।
এছাড়া বিমানবন্দরে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
'ফণি'র জেরে আগামী দু'দিন দক্ষিণবঙ্গের কোন জেলায় কতটা বৃষ্টিপাত? জেনে নিন
সর্বশেষ পূর্বাভাস অনুসারে শুক্রবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পুরীর কাছে ভূভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় ফণি। শনিবার মাঝরাতে তা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে। শনিবার দুপুরে তা বয়ে যাবে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। যার জেরে কলকাতায় সর্বোচ্চ ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে বলে অনুমান।