Home> কলকাতা
Advertisement

ডেঙ্গির বাহক এডিস মশার লার্ভা মিলল এসএসকেএমে

ডেঙ্গির বাহক এডিস মশার লার্ভা মিলল এসএসকেএমে

খাস SSKM হাসপাতালেই  মিলল ডেঙ্গির সংক্রমণ ছড়ানো এডিস মশার লার্ভার। উদ্বিগ্ন পুরসভা। খতিয়ে দেখা হচ্ছে বাকি হাসপাতালগুলির পরিস্থিতি।এসএসকেএম। রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল।এবার সেখানেই মিলল ডেঙ্গির সংক্রমণ ছড়ানো এডিস মশার লার্ভা।

বৃহস্পতিবার  ওয়ার্ল্ড মসকিউটো ডেতে শহরের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে বেরিয়েছিলেন পুরসভার স্বাস্থ্য বিভাদের মেয়র পারিষদ অতীন ঘোষ, সঙ্গে পুর আধিকারিকরা।  SSKM -এর সবকটি ওয়ার্ড ঘুরে দেখলেন তাঁরা। নার্সিং কলেজের পাশের মাঠে মিলল ডেঙ্গি ছড়ানো এডিস মশার লার্ভা। একই হাল ইউরোলজি বিভাগেও।

অপরিছন্ন গোটা চত্বর। এখানে সেখানে জমে রয়েছে জল। সুপার স্পেশালিটি হাসপাতালের এই হালে উদ্বিগ্ন মেয়র পারিষদ।  গোটা বিষয়টি ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়ে জানিয়েছে পুরসভা। জানানো হয়েছে রোগী কল্যাণ সমিতিকেও।

শুধু SSKM নয়। শহরের বাকি হাসপাতালগুলোর পরিস্থিতি ঘুরে দেখছে পুরসভার একাধিক টিম। খতিয়ে দেখা হচ্ছে পরিস্থিতি।


 

 

Read More