Home> কলকাতা
Advertisement

Dhupguri: অবশেষে মহকুমার তকমা পেল ধূপগুড়ি!

মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর, ধূপগুড়ি মহকুমার গঠনের প্রস্তাবে শিলমোহর পড়ে পড়ল মন্ত্রিসভার বৈঠকে। কিন্তু আইনি জটিলতার কারণে আটকে ছিল অনুমোদন প্রক্রিয়া।

Dhupguri: অবশেষে মহকুমার তকমা পেল ধূপগুড়ি!

প্রবীর চক্রবর্তী: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে 'আইনি জট' কাটল অবশেষে। জলপাইগুড়িতে এবার মহকুমার তকমা পেল ধুপগুড়ি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: Mamata Banerjee: সাফাইকর্মীদের দেখে হৃদয় কাঁদল মমতার, মাঘের সকালে তাঁদের শীতবস্ত্রে মুড়লেন উষ্ণতায়

ব্যবধান মাস খানেকের। মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর  ধূপগুড়ি মহকুমা গঠনের সিদ্ধান্তে এবার সিলমোহর পড়ে মন্ত্রিসভার বৈঠকেও। কবে? গত বছরের অক্টোবরে। বৈঠক শেষে  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, 'ধুপগুড়ি মহকুমা, যেটা এর আগে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। আজকে সেটা ক্যাবিনেটে পাশ হল। দুটি ব্লক নিয়ে, একটা হচ্ছে ধূপগুড়ি আর একটা হচ্ছে বানারহাট, ধূপগুড়ি মহকুমা কাজ শুরু করল। অবিলম্বে সবরকম পরিকাঠামো তৈরি করে, রাজ্য সরকার মহকুমার সুবিধা ধূপগুড়িবাসীকে তুলে দেবে'।

তাহলে কেন দেরি? আইনি জটিলতার কারণে অনুমোদন প্রক্রিয়া আটকে ছিল। শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতিকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর আজ, বৃহস্পতিবার ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণার ছাড়পত্র মেলে। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন: Dhapa: ধাপায় বসবাসকারী যুবকদের জন্য এবার ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র...

একুশের বিধানসভা ভোটে ধূপগুড়ি কেন্দ্রটি গিয়েছিল বিজেপির দখলে। কিন্তু গত বছর বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হয় এই কেন্দ্রে। সেই উপনির্বাচনে উপনির্বাচনে ৪৩৮৩ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ভোটের প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা করার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

Read More