Home> কলকাতা
Advertisement

সল্টলেকের ডাকাতি কী খেলনা পিস্তল দিয়ে, উঠছে প্রশ্ন

সল্টলেকের সি ই ব্লকে ডাকাতি করতে আসা যুবকরা কি খেলনা পিস্তল নিয়ে এসেছিল? তদন্তে নেমে এমন তথ্যই উঠে আসছে বিধাননগর পুলিসের হাতে।

সল্টলেকের ডাকাতি কী খেলনা পিস্তল দিয়ে, উঠছে প্রশ্ন

ওয়েব ডেস্ক: সল্টলেকের সি ই ব্লকে ডাকাতি করতে আসা যুবকরা কি খেলনা পিস্তল নিয়ে এসেছিল? তদন্তে নেমে এমন তথ্যই উঠে আসছে বিধাননগর পুলিসের হাতে।

পুলিসের দাবি, সদ্যই অপরাধজগতে হাতেখড়ি হয়েছে দুষ্কৃতীদের। ঘটনার দিন হেঁটেই সি ই ব্লকের স্বর্ণ ভিলায় আসে ডাকাতদল। একাধিক সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি।

গতকাল ভরসন্ধ্যায় বাড়ির মহিলাদের গান পয়েন্টে রেখে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।  যাওয়ার আগে বাড়ির বাসিন্দাদের হাত-পা বেঁধে রেখে যায় তারা।

এই ঘটনায় এবং এর আগে সল্টলেকে ঘটে যাওয়া একাধিক অপরাধের ভিত্তীতে প্রশ্ন তৈরী উঠেছে উপনগরীর নিরাপত্তা নিয়ে। চব্বিশ ঘন্টার অন্তর্তদন্তেও উঠে এসেছে চরম ঢিলাঢালা নিরাপত্তার ছবি।

ভর সন্ধেয় বাড়িতে ঢুকে ডাকাতি সল্টলেকে!

Read More