Home> কলকাতা
Advertisement

Dilip Ghosh Marriage: বৈশাখে দেখা হবে দু'জনায়! বরবেশে দিলীপ, সামনে আসার আগে সাজগোজে ব্যস্ত 'কনে' রিঙ্কু...

Dilip-Rinku: ছাদনাতলায় দিলীপ ঘোষ, বিজেপি মহিলা মোর্চার নেত্রী। পাত্রী দঃ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। বিয়ের আগে পার্লারে নিজেকে তৈরি করতে ব্যস্ত হবু কনে। বাড়িতে রেডি হচ্ছেন দিলীপ। 

Dilip Ghosh Marriage: বৈশাখে দেখা হবে দু'জনায়! বরবেশে দিলীপ, সামনে আসার আগে সাজগোজে ব্যস্ত 'কনে' রিঙ্কু...

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: দিলীপ ওয়েডস রিঙ্কু! বৈশাখেই চারহাত এক হচ্ছে দিলীপের (Dilip Ghosh)। গোধুলিতে সই সাবুদ করার আগে নিজেকে তৈরি করতে ব্যস্ত কনে। এদিকে ধুতি-গেঞ্জিতে বাড়িতেই প্রস্তুতি শুরু করলেন দিলীপ। একদম ছিমছাম অনুষ্ঠানে কিছুক্ষণ পরেই রেজিস্ট্রি বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। দিলীপ ঘোষের পছন্দ করে দেওয়া শাড়িতেই সাজছেন রিঙ্কু। 

আরও পড়ুন, Dilip Ghosh Wedding: শুক্রেই শুভদৃষ্টি, রিঙ্কুর অনুরাগে 'রাগী' দিলীপ এবার বরবেশে...

একেবারে ঘনিষ্ঠবৃত্তেই বিয়ে সারছেন দিলীপ-রিঙ্কু। বিজেপি নেতার তরফে থাকছেন তাঁর মা। রিঙ্কু মজুমদারের তরফে আসেবেন তাঁর মামা, মামি, মা ও ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়। হাতে শাঁখা-পলা, কনের বেশে সাজতে পার্লারে, তিনিই জানান, মায়ের বিয়েতে খুশি রিঙ্কদেবীর ছেলেও। প্রাতঃভ্রমণে ৫১ বছর বয়সী রিঙ্কুর সঙ্গে আলাপ হয় ৬১ বছরের দিলীপের। সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় পরিণতি পেতে চলেছে।

রিঙ্কু মজুমদার বিবাহবিচ্ছিন্না। তাঁর একটি ছেলেও রয়েছে, যাঁর বয়স ২৫ বছর, সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। আড়ম্বর পছন্দ নয় দিলীপের তাই ঘরোয়া অনুষ্ঠানেই চারহাত এক হবে। আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। কাছের মানুষদের উপস্থিতিতেই সিঁদুর পরিয়ে, মালা বদল করে বিয়ে হবে এমনটাই জানান দিলীপ ঘোষের হবু স্ত্রী। পরে হবে রেজিস্ট্রি। 

আরও পড়ুন, HC on Murshidabad: মুর্শিদাবাদ কাণ্ডে NIA তদন্তের আর্জি খারিজ হাইকোর্টের, তবে..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More